♠♠একান্তবাসী♠♠
*************************
এক এর অন্তে থাকাকেই বলে একান্ত। একান্ত অর্থাৎ এক-এর অন্তেই বিভোর হয়ে যাওয়া। সুন্দর মনোরম নির্জন স্থান এই একান্তে বিভোর যাওয়ার জন্য, যোগকে আরও আনন্দদায়ক করে তোলে। কিন্তু যার কাছে যোগ সুখদায়ক হয় না তার একান্তবাস বিশেষ একটা প্রিয় হয় না। একান্তে থাকলে আমরা আমাদের যোগের Chart কে ও বাড়াতে পারি। সঙ্গম যুগ হল আমাদের জীবনে সব চেয়ে মূল্যবান যুগ। এখানেই আমাদের ব্রহ্মা বৎসদের 84 জন্মের শ্রেষ্ঠ ভাগ্য বানাবার সুবর্ণ সুযোগ প্রাপ্ত হয়। তাই এই মূল্যবান সময় পরচিন্তন করে নষ্ট না করে ব্রাহ্ম মুখী হয়ে অতিন্দ্রীয় সুখের অনুভব করতে পারি। একান্তে বসে স্ব চিন্তন করলে একান্তবাসই আমাদের জীবনে বরদান স্বরূপ হয়ে উঠতে পারে।
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন