*আমি সাক্ষীভাবের অচল আসনে বিরাজিত প্রকৃতিজিত আত্মা*

😇অাজকের স্বমান 😇

🌷১২ ই জুলাই, ২০১৯🌷

👸 *আমি সাক্ষীভাবের অচল আসনে বিরাজিত প্রকৃতিজিত আত্মা*👸

*প্রকৃতি দোলাচলই করুক বা তার সুন্দর খেলাই দেখাক, দুইয়েতেই প্রকৃতিপতি আত্মারা সাক্ষী হয়ে খেলা দেখে । এই খেলা দেখাতে মজা আসে, তারা ঘাবড়ে যায় না । যে তপস্যার দ্বারা সাক্ষীভাবের স্থিতির অচল আসনে বিরাজমান থাকার অভ্যাস করে, তাকে প্রকৃতির বা ব্যক্তির কোনো বিষয়ই দোলাতে পারে না । প্রকৃতি আর মায়ার পাঁচ - পাঁচ খেলুড়ে তাদের খেলা খেলছে, তোমরা তা সাক্ষী হয়ে দেখো, তখনই বলা হবে অচল - অটল, প্রকৃতিজিত আত্মা ।*

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন