সমস্যাকে গোড়া থেকে সমাপ্ত 🔥করতে হবে* -----
♨ *আত্মা তার ভুল কর্মের দ্বারা নিজের মধ্যে যে নেগেটিভ উর্জা জমা করেছে, দুনিয়ার কোনো হঠযোগ, তাবিজ, কবচ, যন্ত্র, তন্ত্র বা মন্ত্র তাকে কাটাতে পারে না l*
♨ *সেই নেগেটিভ উর্জাকে একমাত্র কর্মভোগের দ্বারা অথবা শিব পরমাত্মা পিতার যথার্থ বিধিপূর্বক স্মরণের দ্বারাই সমাপ্ত করা যায় l*
♨ *এই কর্মভোগের বন্ধনে যে নেগেটিভ উর্জা উৎপন্ন হয়, সেই উর্জা স্থূল রূপে আত্মার জীবনে নানা রোগ, কষ্ট, অপঘাত বা সমস্যা উৎপন্ন করে l*
♨ *সেই নেগেটিভ উর্জাকে যদি আমরা ভিতর থেকে সমাপ্ত করতে না পারি, তাহলে তা বাইরে থেকে কোনোমতেই সমাপ্ত হয় না l*
♨ *যদি আত্মার তার নিজের কর্মভোগকে সমাপ্ত করতে হয়, তাহলে সমস্যার সময় নিজের চিত্তকে শান্ত এবং একাগ্র রেখে পরমাত্মা পিতার সঙ্গে কানেক্ট করতে হবে, তখনই আমাদের প্রিয় বাবা সেই সমস্যার সমাধানের উপায় আমাদের বুদ্ধিতে টাচ্ করাবেন l*
♨ *এর সাথে সাথে পরমধামে শিব বাবার সঙ্গে যথার্থ বিধিপূর্বক বিকর্ম বিনাশের স্মরণের দ্বারা কর্মভোগের নেগেটিভ উর্জাকে সমাপ্ত করতে হবে, তখনই আপনি অনুভব করতে পারবেন যে বাইরে থেকেও সমস্যা সমাপ্ত হয়েছে l*
🙏ওম শান্তি 🙏
✴✴✴✴✴✴✴✴
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন