রাজযোগ , রাজযোগ মেডিটেশন , আধ্যাত্মিক ব্লগ তথ্যাদি নিয়ে আলোচনা করা হয়।
মানুষের বিশেষত্ব বনাম দুর্বলতা
অমূল্য মোতি*☘☘
*১৫ - ০৭ - ১৯*
*প্রতিটি মানুষের মধ্যে যেমন কিছু বিশেষত্ব থাকে, তেমনই কিছু দুর্বলতাও থাকে । যতক্ষণ আমরা এই দুইকেই স্বীকার না করতে পারি, ততক্ষণ আমাদের সম্পর্ক কখনোই সদা মধুর হওয়া সম্ভব নয় ।*
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন