যেমন দৃষ্টি তেমনই সৃষ্টি 🌹🌹🌹🌹
যেই নজরে আমরা এই দুনিয়াকে দেখছি, আমাদের চোখে এই দুনিয়া ঠিক তেমনই দৃশ্যমান হয় .......
যদি আমরা এই দুনিয়ার সত্যিই পরিবর্তন চাই,তাহলে সেই পরিবর্তন তখনই সম্ভব হবে , যখন আমরা এই বাইরের দুনিয়ার পরিবর্তনের চেষ্টাকে বন্ধ করে নিজেদের ভিতরের আমূল পরিবর্তন করতে পারি l অর্থাত্ নিজেদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন সর্বপ্রথমে প্রয়োজন ........
যে মানুষ নিজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে পেরেছে.....
মনে করবে তার চোখে এই দুনিয়ারও পরিবর্তন হয়েছে .....
আমাদের শরীরে দুটি জানালা আছে .....
যেখান থেকে আমাদের এই দৃষ্টিভঙ্গি তৈরী হয় ......
চোখ আর কান ......
এর সাহায্যে আমরা যা দেখি বা শুনি , তার উপর আমাদের এই দৃষ্টিভঙ্গি তৈরী হয় ......
সেই দেখা বা শোনা বিষয়ের সম্পর্কিত চিন্তাভাবনাই আমাদের মনে চলতে থাকে ......
যেমন আমাদের চিন্তাভাবনা তৈরী হয় , তাই আমাদের প্রতিদিনের কর্মে প্রতিফলিত হয় ......
সুতরাং এই চিন্তাভাবনার পরিবর্তন অতি প্রয়োজন .......
এর পরিবর্তন কেমনভাবে সম্ভব ?
যদি আমারা নিজেদের ভিতরের চিন্তনের পরিবর্তন করতে পারি , অর্থাত্ আমরা নিজের বা অন্যের খারাপকে না দেখে কিছু ভালো দেখতে শুরু করি .......
তাহলে আমরা না চাইলেও আমাদের মনে সেই ভালো সম্পর্কিত কিছু সুন্দর চিন্তাভাবনা জন্ম নিতে শুরু করবে ......
সেই কারণে ........
যাই দেখো ভালো দেখো .....
যাই শোনো ভালো শোনো .....
আমাদের মুখের বাণী যেন অতি সুমধুর হয় .....
জীবনে যেন কিছু ভালো কাজ করতে পারি .......
আর এই কর্মের দ্বারাই জীবনে আমরা যেন প্রকৃত ভালো মানুষে পরিণত হতে পারি l
🌹🌹🌹🌹🙏�🙏
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন