সত্যযুগে কি লক্ষ্মী নারায়ণের পদসেবা করতেন - রাজযোগ মেডিটেশন

❤❤ভক্তিমার্গের চিত্রে লক্ষ্মীকে নারায়ণের পদসেবা করতে দেখা যায় l সত্যযুগে কি সত্য সত্যই নারায়ণ পরিশ্রান্ত হতেন আর লক্ষ্মী তাঁর পদসেবা করতেন ❓জ্ঞানের হিসাবে এর আধ্যাত্মিক রহস্য কি ❓

💖😊💖

ওম্ শান্তি ll 

ভক্তিমার্গে শ্রী লক্ষ্মীকে শ্রীনারায়ণের পদসেবা করতে দেখা যায় 😊l কিন্তু বাবা আমাদের এইকথা স্পষ্ট করেছেন যে সত্যযুগে এমন কোনো ঘটনা ঘটে না অর্থাৎ পরিশ্রান্ত হওয়ার কোনো কথাই নেই l না সেখানে নারায়ণ পরিশ্রান্ত হবেন আর না লক্ষ্মী তাঁর পদসেবা করবেন 🌹l 

সাকারে ব্রহ্মাবাবা অর্থাৎ দাদা লেখরাজ ভক্তিমার্গের এই চিত্রকে স্বীকার করেন নি l একদিন এক চিত্রকার এমন একটি চিত্র বানিয়ে বাবাকে উপহার দিয়েছিলেন কিন্তু বাবা তাকে অন্য চিত্র বানিয়ে আনতে বলেছিলেন l বাবা বলেছিলেন, এই চিত্রে লক্ষ্মীকে দাসী দেখানো হয়েছে, আপনি এমন চিত্র বানান যেখানে দুজনেরই সমান গৌরব থাকে l চিত্রকার দ্বিতীয়বার খুব সুন্দর একটি চিত্র বানিয়ে বাবাকে উপহার দিয়েছিলেন যেখানে লক্ষ্মী এবং নারায়ণ দুজনেই রাজ সিংহাসনে বিরাজিত ছিলেন l তখন বাবা সন্তুষ্ট হয়েছিলেন l বাস্তবেও তাই, শ্রীলক্ষ্মী এই বিশ্বের মহারাণী, তাঁর পদসেবা করার প্রয়োজনই বা কি😊 l 

আধ্যাত্মিক রহস্য 🌹☝.......নারায়ণকে দেখানো হয় যে তিনি শেষনাগ 🐍শয্যায় বিশ্রাম করছেন আর শেষনাগ তাঁর মাথার উপর ছত্রছায়ার ☔রূপে আছেন l এই পাঁচটি ফণাযুক্ত যে শেষনাগ🐍দেখানো হয় তা হলো পাঁচ বিকার অর্থাৎ কাম 👺,ক্রোধ 👹, লোভ 💀, মোহ 👻আর অহংকারের 🤖প্রতীক, যেই বিকারকে শ্রীনারায়ণ নিজের বশে ✊করেছিলেন, আর তাঁর পদতলে যে লক্ষ্মীকে দেখানো হয়েছে তা হলো ঐশ্বর্য, ধন সম্পদের 👸👑💰💰💰💰প্রতীক অর্থাৎ যখন আমরা আত্মারা জ্ঞান আর যোগ বলের দ্বারা পাঁচ বিকারকে নিজের অধীন করে নিতে পারি, বা এই বিকারের উপর বিজয় প্রাপ্ত করতে পারি তখন আমরা সম্পূর্ণ বিশ্বের সম্পদ,ঐশ্বর্য অর্থাৎ স্বর্গের মালিক হতে পারি 👸👑, যেখানে কোনো জিনিসেরই অভাব থাকে না l এই হলো এই চিত্রের আধ্যাত্মিক রহস্য l 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন