শিবলিঙ্গের উপর অঙ্কিত তিন রেখা এবং তিনপাতা যুক্ত বেলপাতার রহস্য ------
💐💐💐💐💐💐💐💐💐
শিবলিঙ্গে সবসময় তিনটি রেখা অঙ্কিত থাকে এবং তিনপাতা যুক্ত বেলপাতা অর্পণ করা হয় | বাস্তবে পরমাত্মা শিব ত্রিমূর্তি অর্থাৎ ব্রম্মা --- বিষ্ণু --- শংকরের রচয়িতা | তিনি করণকরায়নহার অর্থাৎ করিয়ে দেন | ব্রম্মার দ্বারা সত্যযুগী দৈবী সৃষ্টি স্থাপন করান , শংকরের দ্বারা আসুরী সৃষ্টি বিনাশ করান এবং বিষ্ণুর দ্বারা সত্যযুগী দৈবী সৃষ্টি পালন করান | পরমাত্মা এই সৃষ্টিতে যখন অবতরণ করেন তখন এই দেবতার কার্য সূক্ষলোকে আরম্ভ হয় | অতএব শিবজয়ন্তী মানে ব্রম্মা --- বিষ্ণু -- শংকর জয়ন্তী তথা গীতা - জয়ন্তী ও বটে কারণ ভগবান শিব অবতরণ করে গীতাজ্ঞানও শোনাতে শুরু করেন |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন