💥💥💥💥💥💥💥💥💥
প্রশ্ন :- *রাম, সীতা, হনুমান এবং রাবণ কে ?*
*এর আধ্যাত্মিক রহস্য কি ?*
১ ) *রাম* :- বাস্তবে রাম হলেন নিরাকার শিব যিনি সঙ্গম যুগে এই ধরায় অবতরিত হয়ে নিজের হারিয়ে যাওয়া সীতাকে ( সত্যযুগী আত্মা ) রাবণের ( বিকারের ) শৃঙ্খল থেকে মুক্ত করতে এসেছেন l
*সীতা* :- আত্মারা, যাদের প্রকৃত স্বরূপ পবিত্রতা, কিন্তু রাবণের শৃঙ্খলে ফেঁসে যাওয়ার কারণে এখন দুঃখী আর অপবিত্র হয়ে গেছে l
*রাবণ* :- পতিত এবং বিকার যুক্ত চিন্তা বা ধারণাই হলো রাবণ, যাতে এখন সমস্ত আত্মাই আক্রান্ত l ফলে আত্মিক গুণ হারিয়ে তারা নিজেদের ভুলে গেছে l চেতনায় বিকার জাগ্রত হওয়ার কারণে তাদের বুদ্ধি রাবণ তুল্য অর্থাৎ পাথর বুদ্ধি সম্পন্ন হয়ে গেছে l পাঁচ মুখ্য বিকার পুরুষের আর পাঁচ মুখ্য বিকার স্ত্রীর ---- এই কারণে রাবণের দশ মাথা দেখানো হয় l
*হনুমান* :-- -বাস্তবে সেই প্রথম আত্মা (ব্রহ্মা বাবা ), যিনি এই ধরায় অবতরিত পরমাত্মাকে প্রথম চিনতে পেরেছিলেন l তারসঙ্গে আরো অনেক আত্মা যারাও পরমাত্মা ( রাম ) এবং তাঁর কার্যকে চিনতে এবং জানতে পেরে অন্য আত্মাদের ( সীতা ) কাছে সেই সন্দেশ পৌঁছে দিয়েছিলেন এবং তাদেরও উদ্ধারের নিমিত্ত হয়েছিলেন l
*বানর সেনা* :- বাইরে থেকে সাধারণ মনে হওয়া সেইসব মনুষ্য আত্মা, যারা ঈশ্বরকে ( রাম ) চিনে, নিজেদের সংস্কারের পরিবর্তনের দ্বারা, পুরানো দুনিয়া অর্থাৎ রাবণ রাজ্যকে (পতিত চিন্তায় আধারিত যে দুনিয়া ) সমাপ্ত করাতে ঈশ্বরের ( রামের ) সাথ দিয়েছিলেন l সংসারের সেই তেত্রিশ কোটি আত্মাই হলো *বানর সেনা l*
*লঙ্কা* :- পুরানো পতিত দুনিয়া, যেখানে প্রতিটি কাজ দেহভাবের ( body consciousness ) সঙ্গে করা হয় l এই হলো রাবণ নগরী *লঙ্কা l*
💥💥💥💥💥💥💥💥💥
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন