আত্মার প্রতিচ্ছবি- ছয়- ব্রহ্মাকুমারী সিস্টার শিবানী

💠 *আত্মার প্রতিচ্ছবি* 💠
————— *ব্রহ্মাকুমারী সিস্টার শিবানী*

🔘 *পর্ব - ৬* 🔘

*ওম শান্তি*

*আমাদের মন যদি কোন খারাপ কিছু চিন্তা করে, নাকারাত্মকতার দিকে যায়, মন দুঃখী হয়ে যায়, ভারী হয়ে যায়, আমাকে সেই সময় মনকে পবিত্র চিন্তা দিতেই হবে। না হলে আত্মা ওই নাকারাত্মকতার প্রভাবে দুর্বল হয়ে যাবে। আমাদের আত্মাকে শক্তিশালী বানানোর জন্য আমাদের মনের মধ্যে সকারাত্মক তথ্যের সঞ্চার ঘটাতে হবে....।*

*যদি আমার শরীর কোনো কারণে অসুস্থ থাকে, এবং তার জন্য আমাকে কোন জিনিস থেকে বিরত থাকতে হবে, কিন্তু আমি যদি তা না করি, তাহলে কি আমার শরীর সুস্থ হয়ে উঠবে। সেই রকমই আমাদের আত্মার মধ্যে যখন নাকারাত্মক চিন্তা চলে এবং আমি সেই বিষয়ে নিরন্তর চিন্তা করতেই থাকি, চারিদিক থেকে আরও নাকারাত্মক তথ্য গ্রহণ করতেই থাকি, তাহলে আত্মা দুর্বল হয়ে যাবে। আমাকে এটা পরিবর্তন করার জন্য তৎক্ষণাৎ কোন সকারাত্মক তথ্য গ্রহণ করতেই হবে......।*

*যদি আমি কোন কথা থেকে বিরক্ত হয়ে যাচ্ছি, বা আমার মন দুখি - অশান্ত হয়ে যাচ্ছে। আমাকে ওই সব চিন্তা করা যাবে না, যার দ্বারা আমি দুঃখী হচ্ছি। আমি চেষ্টা করছি কোন ভাল কথা চিন্তা করার, কিন্তু তা হয়ে উঠছে না। এখন যদি আমি ওই সময় কিছু ভালো তথ্য পড়ে নিই, শুনে নিই, যদিও বা সেই সব তথ্য আমার সমস্যার সঙ্গে সম্পর্কিত নয় তথাপি সেটা হল পবিত্র চিন্তন যার দ্বারা আত্মা শক্তিশালী হয়ে উঠবে এবং তার দ্বারাই সেই দুঃখী মন কে নিরাময় করা সহজ হবে। সেই সকারাত্মক চিন্তন থেকে আত্মা ওই সময় শক্তি প্রাপ্ত করবে.....।*

*যখনই আমাদের মানসিক শক্তি কমতে থাকে, যদি সেই সময়েই আত্মার মধ্যে ভালো ভালো কিছু তথ্য সঞ্চার করা হয়, তবে আত্মা শক্তিশালী হয়ে উঠবে, তার দুর্বলতাও সমাপ্ত হয়ে যাবে.....।*

*আজ থেকে আমরা এই বিষয়ে মনসংযোগ করব যে, আমাদের কাছে সর্বদা এমন কিছু থাকে, যথা - সকারাত্মক চিন্তন, জ্ঞানের কিছু কথা, প্রেরণাদায়ী কোন জিনিস, যখনই মন উদাস হয়ে যাবে বা কোন কারণে বিরক্ত হয়ে যাবে, তৎক্ষণাৎ পরমাত্মাকে বল, "তুমি এর থেকে আমাকে মুক্তি পাওয়ার জন্য কোন পথ বলে দাও", তারপর ওই সব সকারাত্মক চিন্তন গ্রহণ করো....।*

*এর দ্বারাই আত্মার মধ্যে শক্তি সঞ্চারিত হবে, আত্মা শক্তিশালী হয়ে উঠবে।*

💠 ।। *ওম শান্তি* ।। 💠

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন