পরিস্থিতিকে আমরা কিভাবে মানিয়ে নিতে শিখবো?

একদিন এক শিষ্য তার গুরুকে বললেন ---গুরুদেব, এক ব্যক্তি আশ্রমের জন্য একটি গরু দান করতে চাইছেন । গুরুদেব বললেন --- খুব ভালো কথা, আশ্রমের সকল শিষ্যদের দুধের সংস্থান হবে । কিছুদিন পরে সেই শিষ্য এসে গুরুকে জানালেন, গুরুদেব, যে ব্যক্তি গরু দান করেছিলেন, তিনি তার গরুটি ফেরত চাইছেন । এই কথা শুনে গুরুদেব বললেন ---খুব ভালো । গোবরের ঝঞ্ঝাট থেকে মুক্ত হওয়া গেলো ।*

*পরিস্থিতি পরিবর্তন হলেও তার প্রভাব যেন মন:স্থিতির উপর না আসে । যে কোনো পরিস্থিতিকে যদি আমরা মানিয়ে নিতে শিখি, তাহলে দুঃখ স্বাভাবিকভাবেই সুখে পরিবর্তন হয়ে যাবে । "সুখ আর দুঃখ" এই দুইই আমাদের মনের অবস্থা ।*

🙏🙏 ওম শান্তি 🙏🙏

🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন