রাজযোগর প্রাপ্তি --অষ্ট শক্তি

রাজযোগর প্রাপ্তি --অষ্ট শক্তি
~~~~~~`~`~~~~~~~~~~~~~~~~
রাজযোগ অভ্যাসের মাধ্যমে সুখ-শান্তি তো পাওয়াই যায় এবং তার সাথে অনেক প্রকারের আধ্যাত্মিক শক্তিও প্রাপ্ত হয়ে থাকে - যার মধ্যে প্রধান এই অষ্টশক্তিগুলি :

১. সংকীর্ণ করার শক্তি ( power to withdraw) :
যে ভাবে কচ্ছপ (tortoise) তার নিজের অঙ্গগুলোকে যখন খুশি ছড়িয়ে দিতে পারে, আবার যখন খুশি তা গুটিয়েও নিতে পারে। তেমনও এক রাজযোগীও যখন খুশি নিজের কর্মেন্দ্রিয় দিয়ে কাজ করে আবার নিজের মনের ইচ্ছানুযায়ী বিদেহী অবস্থাতেও আসতে পারে।

২. গুটিয়ে নেবার শক্তি ( power to pack up) :-
রাজযোগী নিজের বুদ্ধিকে এই বিশাল জাগতিক দুনিয়াতে না ছড়িয়ে এক পরমাত্মা বা আত্মিক স্থিতিতেই যোগযুক্ত থাকে। এই কলিযুগী দুনিয়া থেকে নিজের বুদ্ধি আর সংকল্পের বিছানাপত্র (beding) গুটিয়ে নিয়ে পরমধামে যাবার জন্য (ready) তৈরী থাকে।

৩. সহ্য করার শক্তি ( power to tolerate) :-
যেমনি গাছকে পাথর মারলে সে সর্বদা ফলই দেয়, সেই ভাবে রাজযোগীও সর্বদা অপকারীদেরও উপকার করে থাকে। রাজযোগীরা সর্বদাই অন্যদের জন্য শুভ-ভাবনা আর শুভ-কামনাই রাখেন।

৪. ক্ষমতা সমন্বয়ের শক্তি (power to adjust) :-
রাজযোগী সর্বদা সমুদ্রের মতন নিজের দৈবী কুলের মর্যাদার মধ্যে থাকে, আর অন্য আত্মাদের অবগুণগুলি না দেখে শুধু তাদের গুণগুলিকেই ধারণ করে।

৫. বৈষম্যের শক্তি ( Power to discriminate) :-
যেমনি এক জহুরী গয়নাকে পরখ করে তার আসল বা নকলকে বলে দেয়, ঠিক সেই ভাবেই রাজযোগীও মনুষ্য আত্মাদের বিষয়ে তাদের আসলটাকে চিনতে পারে। সে সর্বদা জ্ঞান রত্নকেই গ্রহণ করে। অজ্ঞানতায় নিজের বুদ্ধিকে এদিক-ওদিক ফাঁসিয়ে রাখে না।

৬. নির্ণয় কবার শক্তি (power of decision-making) :-
রাজযোগী উচিত বা অনুচিত কথার নির্ণয় তাড়াতাড়ি নিতে পারে। সে ব্যার্থ চিন্তন আর পর-চিন্তন থেকে সর্বদাই মুক্ত থাকে।

৭. মুখোমুখি বা সন্মুখীন করার শক্তি ( power to face) :-
রাজযোগী কোনও পরিস্থিতিতেও বিচলিত হয় না। তার আত্মার প্রদীপ সর্বদাই প্রজ্বলিত থাকে, আর সে অন্য আত্মাদেরও জ্ঞানের প্রকাশ দিতে থাকে।

৮. সহযোগিতা করার শক্তি (power to co-operate) :-
একমাত্র রাজযোগীরই নিজের থেকেই অন্য আত্মাদের সহযোগ প্রাপ্ত হতে থাকে আর সে তখন এই কলিযুগী পাহাড়কে সত্যযুগী সংসারে পরিবর্তন করার জন্য নিজের পবিত্র জীবন রূপী আঙ্গুল অন্যদের উদ্দেশ্যে বাড়িয়ে দেয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন