স্ব পরিবর্তন - রাজযোগ মেডিটেশন

🙏ওম শান্তি 🙏

*অাজকের পুরুষার্থ*
🌷০২ রা জুলাই, ২০১৯🌷

*বাবা বলেন ----বাচ্চারা, যে কার্যই করতে হবে তা করে নাও, কিন্তু অতিরিক্ত চিন্তা করে তাতে মন - বুদ্ধি যুক্ত করো না ।*
*সঙ্কল্পের দ্বারা এই দুনিয়ার প্রতিটি কার্য থেকে পৃথক হতে থাকো । তোমাদের এই পৃথক ভাবই তোমাদের উড়িয়ে ওই পারে নিয়ে যাবে ।*

*দেখো, এই দুনিয়ার প্রতিটা কার্য তেমনই হবে, যা হয়ে এসেছে ----এক শতাংশও পরিবর্তন অনুভব হবে না ।*

*তমোপ্রধান এই দুনিয়ার প্রতিটা জিনিসের মান যেমন নামতে থাকছে, তা বাড়তে থাকবে ----কিন্তু তোমরা স্ব - পরিবর্তনের পরেই পরিবর্তন দেখতে পাবে ।*

*তাই বাবা বলেন ----নিজেকে সমস্ত বিষয় থেকে পৃথক করে নাও ----। নিজের মন - বুদ্ধিতে বাবাকে বসিয়ে নাও ----অর্থাৎ বাবার এক একটি বাণী, বাবার স্মরণ যেন তোমাদের হৃদয়ে গেঁথে হয়ে যায় ।*

*যেই সময় তোমরা বাবাকে ভুলে যাও, বা অজান্তেও যদি কোনো ভুল করে ফেলো তাহলে সেই সময়কেও ভুলে যাও । সঙ্কল্পে কেবল বাবার স্মরণ, আর বাবার থেকে প্রাপ্তি অর্থাৎ নিজের ভাগ্যের জন্য খুশী থাকা উচিত ।*

*দেখো, সবাই তোমাদের পরিবর্তনের অপেক্ষায় আছে ----আর এ যে কোনো সময় এক ঝটকায় হয়ে যাবে ।*

*আচ্ছা ।*

*ওম শান্তি 🌹🌹*

*IMPORTANT POINT*

*এই দুনিয়ার প্রতিটা কার্য তেমনই হবে, যেমন হয়ে এসেছে ----এক শতাংশও পরিবর্তন হবে না ----তোমাদের স্ব - পরিবর্তনের পরেই তোমরা পরিবর্তনকে দেখতে পাবে ---।*

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন