সদা খুশীতে থাকার সাধন*
*সর্ব সম্পদে সম্পন্ন আত্মার প্রতি কর্ম শ্রীমত অনুযায়ী হবে --- তাতে সামান্যতম মনমত বা পরমত মিশ্রিত হবে না l শ্রীমতে যদি সামান্যতম মনমত বা পরমত মিশ্রিত হয় তাহলে তার ফল কি দেখা যাবে ? যদি শ্রীমতে মনমত বা পরমত মিশ্রিত হয় তাহলে যেমন শুদ্ধ জিনিসে অশুদ্ধ জিনিস মিশে যায় তখন কোনো না কোনো ক্ষতি হয়ে যায় l তেমনই এখানে যদি শ্রীমতে মনমত বা পরমত মিশ্রিত হয়ে যায় তাহলে সেবায় যে প্রাপ্তি হওয়া উচিত তা হয় না l খুশী, সফলতা, শক্তির অনুভবও হবে না, শ্রীমতের ফল হলো সাফল্য অর্থাৎ সর্ব প্রাপ্তি l*
💥💥 *অব্যক্ত বাপদাদা* 💥💥
☀☀☀☀☀☀☀☀☀☀
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন