আজকের পালনা 💚💚
♦♦ ১৩ ই জুন, ২০১৮ ♦♦
*যখন কোনো সাইন্সের সাধন ব্যবহার করবে, তখন প্রথমে চেক করবে যে লাইট আছে নাকি নেই l তেমনই যখন যোগের, শক্তির এবং গুণের প্রয়োগ করো তখন প্রথমে এই চেক করো যে মূল আধার আত্মিক শক্তি, পরমাত্ম শক্তি বা লাইট (হালকা ) স্থিতি আছে কি ? যদি স্থিতি আর স্বরূপ ডবল লাইট হয় তাহলে প্রয়োগের সফলতা খুব সহজেই করতে পারো l*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন