সঙ্গম যুগের বিশেষ শক্তি হলো সাইলেন্সের শক্তি l সঙ্গম যুগী আত্মাদের লক্ষ্য হলো এখন মিষ্টি সাইলেন্সের ঘরে যাওয়া l সঙ্গম যুগী আত্মাদের মুখ্য লক্ষণ হলো শান্ত স্বরূপে থাকা, আর সকলকে শান্তি দেওয়া l বর্তমান সময় এই বিশ্বে এই শান্তির শক্তিই প্রয়োজন l একেই যোগবল বলা হয় l
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন