পুরানো সংস্কার শীঘ্র মুক্ত না হওয়ার মুখ্য কারণ কি ? রাজযোগ মেডিটেশন

প্রশ্ন :-- পুরানো সংস্কার শীঘ্র মুক্ত না হওয়ার মুখ্য কারণ কি ?*

*উত্তর :-- কর্মের দ্বারাই আমাদের সংস্কার তৈরী হয় l এ এমনই কর্ম যার পুনরাবৃত্তি দীর্ঘ সময় ধরে হতে থাকে l একেই অভ্যাস বলা হয় l এ এমনই অভ্যাস যার ছাপ দীর্ঘ সময় ধরে আত্মার উপর পড়ার কারণে তাকে সংস্কার বলা হয় l*
*আমরা জানি এই পুরানো সংস্কার হলো ৬৩ জন্মের, ৬৩ জন্ম ধরে আত্মা দেহ - অভিমানে এসে পাঁচ বিকার অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকারের বশীভূত হয়ে নানা বিকর্ম করে এসেছে আর সেই পাপ কর্ম বা বিকার আত্মার ভিতরে পূর্ণ রূপে জমা হয়ে গেছে l পুরানো সংস্কারের ত্যাগ এই কারণেই শীঘ্র হয় না যে, আত্মা প্রতি মুহূর্তে নিজেকে দেহ মনে করার কারণে পরমাত্মাকে স্মরণ করতে ভুলে যায় l আর যোগ ছাড়া সংস্কার পরিবর্তন সম্ভব নয় তাই সময়ও লাগে l সাধারণ স্মরণে সংস্কার পরিবর্তন সম্ভব নয়, তাই জ্বালামুখী যোগ প্রয়োজন l এই জ্বালা স্বরূপ যোগ অগ্নিতেই পুরানো সংস্কারের বীজ ভস্ম হবে আর এই জ্বালা স্বরূপ যোগের অভ্যাস কম হওয়ার কারণেই পুরানো সংস্কার সহজে দূর হয় না l ঈশ্বরীয় সংস্কার বা শ্রীমত বিরুদ্ধ আচরণ যেমন ব্যর্থ বা নেগেটিভ দেখা বা শোনা, ব্যর্থ চিন্তন, বলা, পড়া বা ব্যর্থ কাজ করার ফলে পুরানো সংস্কারের বীজ থেকে সেই পুরানো সংস্কারের চারাগাছেরই জন্ম হয় l তাই এই পুরানো সংস্কার দূর করতে হলে আমাদের যেমন প্রতি পদে সতর্ক থাকতে হবে তেমনি ব্যর্থ মুক্ত হয়ে আত্মিক স্থিতিতে এসে একমাত্র জ্বালামুখী যোগেই বাবাকে স্মরণ করতে হবে l পুরানো সংস্কার দূর করার উপযুক্ত সময় হলো অমৃতবেলা বা ব্রাহ্ম মুহূর্ত l*

🙏ওম শান্তি🙏

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন