অমৃতবেলার যোগাভ্যাস* 💖
আমি আত্মা এক চৈতন্য শক্তি ••• জ্যোতি স্বরূপ পবিত্র দিব্য নক্ষত্র আমি আত্মা । পবিত্রতা আমার স্বধর্ম । ব্রাহ্মণ জীবন আর পবিত্রতা এক অপরের পরিপূরক ••• অন্ন, তন, মন, ধন আর বসনের স্বচ্ছতা ••• আর এই স্বচ্ছতাই পবিত্রতা রূপী গুণের আধার ••• ব্রাহ্মণ হওয়ার সাথে সাথেই জীবনে স্বচ্ছতা আসতে থাকে ।
এখন আমি এই চিন্তন করছি যে, আমার স্বচ্ছতা কোন পর্যায় পর্যন্ত আমার জীবনে এসেছে ••• আমি বাপ দাদার চিত্রের সামনে বসে আছি ।
মানসরোবরের হংসের মতো স্বচ্ছ শ্বেত --- বেশভূষায় আমি চমকিত স্বরূপে ••• ঠিক যেন শারদীয় পূর্ণিমার সম্পূর্ণ কান্তি আমার মধ্যে সমাহিত হচ্ছে ••• এই স্বরূপকে প্রত্যক্ষ করতে মন ক্লান্ত হয়না।
চিত্রের সামান্য আভাই মনকে সম্পূর্ণ রূপে স্বচ্ছ করে তোলে ••• বাবা আমাকে তোমার সাথে যেতে হবে ••• তোমার সমান হতে হবে । অস্বচ্ছতাই আমাদের প্রকৃত স্বরূপকে দেখতে দেয়না ••• তন, মন, ধন এবং অন্নের স্বচ্ছতা অনিবার্য ।
বাবা বলেন আমি খুশি •••• নম্বর অনুসারে আমার বাচ্চাদের মধ্যে নানা রকমের সংস্কার আছে । স্থূল আর সূক্ষ্ম দুই রকমের স্বচ্ছতার ধারণার জন্য ••• আমি বাবার সাথে উড়ে যাই পরমধামে ••• পবিত্র ধামে । পবিত্র ধামের পবিত্রতা আমি আত্মাকে পবিত্রতা দ্বারা ভরপুর করে দিচ্ছে । আমি পরম পবিত্র শিববাবার সঙ্গ সুন্দর অনুভব করছি ।
ব্রহ্মা বাবা তথা সব ব্রহ্মা বৎসরা পবিত্রতার মাস্টার সাগর । চতুর্দিকে পবিত্রতার কিরণ প্রবাহিত করা আমাদের কর্তব্য, তবেই ভারত স্বচ্ছ পবিত্র হতে পারবে ••• এটাই পরমাত্মার স্বচ্ছতা অভিযান ।
ওম্ শান্তি শুভরাত্রি 😊🙏
☀🔥☀🔥☀🔥☀
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন