অথচ ঈশ্বরের কোনো দোষ নেই

আমাদের জীবনের দুঃখের জন্য কে দায়ী ?*

👉 *না ভগবান*

👉 *না গ্রহ - নক্ষত্র*

👉 *না ভাগ্য*

👉 *না আমাদের আত্মীয় - স্বজন*

👉 *না পাড়া - প্রতিবেশী*

👉 *না সরকার*

👉 *দায়ী আমরা স্বয়ং*

😔 *আমাদের মাথার যন্ত্রণা ----আমাদেরই অপ্রয়োজনীয় বিচারের বা চিন্তার পরিণাম l*

😔 *পেটে ব্যথা, আমাদের ভুল খাদ্যাভ্যাসের পরিণাম*

😔 *ধারদেনা হলো প্রয়োজনের বেশী খরচ করার পরিণাম*

😔 *আমাদের দুর্বল বা মোটা শরীর, বিভিন্ন রোগ ---আমাদের উশৃঙ্খল জীবনযাত্রার পরিণাম*

😔 *আমাদের কোর্ট কেস আমাদের অহংকারের পরিণাম*

😔 *আমাদের বিবাদ - ঝগড়া ----বেশী ব্যর্থ কথা বলার পরিণাম*

*উপরিউক্ত কারণ ছাড়াও আরো অনেক কারণে আমাদের জীবনে নানা অশান্তির সৃষ্টি হয়, অথচ আমরা এরজন্য ঈশ্বরকে দোষ দিয়ে থাকি অথবা অন্য কাউকে l*

*এতে ঈশ্বরের কোনো দোষ নেই l*

🙏ওম শান্তি 🙏

♥♥♥♥♥♥♥♥♥♥

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন