খুব সুন্দর একটি গল্প

খুব সুন্দর একটি গল্প

*এক মহিলা তার নিত্য কাজ সেরে রোজ মন্দিরে যেতেন ------একদিন তিনি সেই মন্দিরের পুরোহিতকে বললেন ------ আমি আর এখন থেকে মন্দিরে আসবো না l এই কথা শুনে পূজারী জিজ্ঞেস করলেন ---কেন তিনি মন্দিরে আসবেন না ??*

*মহিলা বললেন ---- আমি লক্ষ্য করি যে মানুষ মন্দিরে এসে ফোনে অন্য কারোর সঙ্গে কথা বলে -----ব্যবসার কথা বলে ----কেউ কেউ আবার মন্দিরে এসে সংসারের নানা গল্প করে ---কেউ আবার মন্দিরকে গল্প করার জায়গা মনে করে l তারা মন দিয়ে পুজো করে না ---কেবলমাত্র দেখানোর জন্য আসে l*

*এই কথা শুনে পূজারী কিছুক্ষণ চুপ করে থেকে বললেন ------আপনার কথা সঠিক কিন্তু আপনি সিদ্ধান্ত নেওয়ার আগে আমার কথায় কিছু করতে পারবেন কি ?*
*মহিলা বললেন ---আপনি বলুন কি করতে হবে ? পূজারী বললেন ----আপনি দুটি গ্লাস ভর্তি জল নিয়ে দুবার এই মন্দির পরিসর পরিক্রমা করুন, শর্ত একটাই, গ্লাস থেকে জল পড়ে যাওয়া চলবে না l*

*মহিলা বললেন ----এ আবার এমন কি কথা ? আমি এখনই করে দেখাচ্ছি l মহিলা সেই কাজ করেও দেখালেন l এরপর সেই মন্দিরের পূজারী মহিলাকে তিনটি প্রশ্ন করলেন ------*

১) *আপনি কি পরিক্রমা করার সময় কাউকে ফোনে কথা বলতে শুনেছেন ?*

২) *আপনি কি মন্দিরে কাউকে গল্প করতে দেখেছেন ?*

৩ ) *আপনি কি কাউকে হাসিঠাট্টা করতে দেখেছেন ?*

*উত্তরে মহিলা বললেন ----আমি কিছুই লক্ষ্য করি নি l*

*তখন পূজারী বললেন ---আপনি যখন পরিক্রমা করছিলেন , তখন আপনার মন সম্পূর্ণ গ্লাসের প্রতি ছিলো যাতে গ্লাসের থেকে জল পড়ে না যায়, তাই আপনি কিছুই দেখতে পান নি l তাই এখন থেকে আপনি যখনই মন্দিরে আসবেন, আপনার সম্পূর্ণ মনোযোগ ঈশ্বরের প্রতিই রাখবেন, তাহলে আপনার অন্য কিছুই নজরে আসবে না l সর্বত্রই সেই ভগবানকেই নজরে আসবে l*
*যেমন ভাবনা আপনি রাখবেন -----আপনার দৃষ্টিও তেমনই হবে l*

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন