স্বচিন্তনের দ্বারাই শুভ চিন্তন করা সম্ভব হয়।

ওম শান্তি 🙏

*স্বচিন্তনের দ্বারাই শুভ চিন্তন করা সম্ভব হয়।*

💫 মিষ্টি বাবা সবসময় বলতেন, *"CHARITY BEGINS AT HOME"* অর্থাৎ *"প্রথমে স্ব-সেবা করো"*।

⭐ নিজেকে জিজ্ঞাসা করো যে, "আমি কখনো অপরের প্রতি ভালো/ শুভ চিন্তা করি?
যখন আমি শুভ ভাবনা দিয়ে ভরপুর থাকি..... সন্তুষ্ট থাকি......।

*স্ব চিন্তন অর্থাৎ আত্মপর্যবেক্ষণ*, নিজের মধ্যে যা কিছু ঘাটতি - দুর্বলতা আছে, সেগুলিকে বাবার শ্রীমত অনুসারেই পরিবর্তন করা.......।

নিজের দৃষ্টিকোণকে পরিবর্তন করো। এটা সত্য যে, দেহধারী লৌকিক আত্মীয় - সম্বন্ধী, মিত্র - পরিবার, এরা প্রত্যেককেই মিষ্টি বাবার মিষ্টি সন্তান। আর প্রত্যেকেরই নিজস্ব পাঠ আছে, সেটা ভালই হোক বা মন্দ চরিত্রের, আমরা যেন কোনভাবে বিচলিত না হই।

এই জন্যই আমরা যখন স্বচিন্তন করব, তখনই শুভ চিন্তনও করতে পারবো। কেননা শুভ চিন্তন থেকেই অপরের প্রতি শুভ ভাবনা আসে। অপরের প্রতি শুভ ভাবনার বদলে, আশীর্বাদ অবশ্যই পাওয়া যাবে।

ওম শান্তি 🙏

⛲⛲⛲⛲⛲⛲⛲⛲

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন