ওম শান্তি 🙏
❤ *মধুর সম্বন্ধ*❤
⭕ *সম্বন্ধে মাধুর্যের আধার হলো দিব্য গুণ l স্ব - পরিবর্তনেই হয় এই বিশ্বের পরিবর্তন l তাই সর্বপ্রথম নিজেকে পরিবর্তনের লক্ষ্য রাখতে হবে l সহযোগের ভাবনা, শুভ চিন্তন, অন্যের প্রতি প্রেম - সম্মান l যেখানেই সম্বন্ধে নিঃস্বার্থ ভাব থাকবে সেখানেই সম্বন্ধ মধুর হবে l*
⭕ *সংসারে যত কলহ - ক্লেশ আছে, তার মূল কারণ হলো কোনো না কোনো দিব্য গুণের অভাব l যদি আমরা আমাদের জীবনে দিব্য গুণের ফুল ধারণ করতে পারি তাহলে আমাদের সম্বন্ধ সুন্দর হয়ে উঠবে l*
⭕ *আমাদের ব্যবহারের উপর আমাদের নজর দেওয়া উচিত l সম্বন্ধ - সম্পর্কে আসা যে কোনো আত্মার সঙ্গে আমাদের ব্যবহার যেন সুন্দর হয়, পক্ষপাত শূন্য হয় l*
⭕ *বুদ্ধিমত্তা জীবনের এক তলোয়ার তেমনই রক্ষাকবচ l কারোর ব্যবহারকে দেখেও না দেখা করা, না দোষ দেওয়া আর না অভিযোগ করা l এতে আন্তরিক আঘাত থেকে আমরা যেমন স্বয়ং মুক্ত হবো তেমনই আমাদের সম্বন্ধও থাকবে মধুর l*
⭕ *নম্র আর নিরহংকারী মানুষ কখনো ভেঙ্গে পড়ে না কারণ তার মধ্যে নত হওয়ার ক্ষমতা থাকে l তাই তার সাথে সকলেরই স্নেহের সম্বন্ধ থাকে l নিরহংকারিতা তো সকল দিব্য গুণের রস বা সার l*
⭕ *সরলতা হলো মনকে স্বচ্ছ করার উপায় l সরল চিত্ত ব্যক্তির মনে কোনো ছল - কপট বা চাতুরী থাকে না l তার শুদ্ধ ভাইব্রেশন শীঘ্রই অন্যকে আকর্ষণ করে l*
⭕ *অন্যের ভাবনা বা চিন্তাকে বুঝতে পারা, অন্যের দুঃখের অনুভবও আমাদের মহান করে তোলে l*
⭕ *ঈর্ষা, দ্বেষ, ক্রোধ বা কড়া কথা শুনেও, জয় - পরাজয়, লাভ - ক্ষতি আদি পরিস্থিতিতেও আমরা যদি সহনশীলতা রূপী অমূল্য গুণকে ব্যবহারে আনতে পারি, তাহলে অন্যের সঙ্গে আমাদের ঝগড়া সমাপ্ত হয়ে যাবে আর কঠিন পরিস্থিতিতেও আমরা আমাদের স্থির রাখতে পারবো l*
⭕ *ক্ষমাশীলতা :-- ক্ষমা মানুষের ভূষণ আর ধর্মও l যদি আমরা এই গুণকে আপন করে নিতে পারি, তাহলে আমরাও স্নেহ আর সহযোগ পাবো l অপকারী ব্যক্তিরও উপকার করার চিন্তা হলো মহৎ চিন্তাধারা l আমাদের মধ্যে এমন ব্যক্তির প্রতিও যেন দয়ার ভাবনা জাগরিত হয়, ক্রোধের নয় l এতেই সম্পর্ক মধুর হয় l*
🔆🔆 *কর্ম সিদ্ধান্ত অনুসারে কোনো পরিস্থিতি এলে, আমাদের অনুধাবন করা উচিত যে, আমারই কোনো না কোনো কর্মের ফল আজ আমার সামনে l তাই তাকে হাসিমুখে স্বীকার করে, ধৈর্য সহকারে তার সামনা করা উচিত l অন্যকে দোষ দেওয়া উচিত নয় l এতেও আমাদের সম্বন্ধ হয় মধুর l*
*আমরা বাণীকে বীণা বানিয়ে রাখবো -----তাহলেই জীবন হবে সঙ্গীত ------*
❤❤❤❤❤❤❤❤❤❤
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন