জন্মাষ্টমীর আধ্যাত্মিক রহস্য* 👸
🤴🏻 *শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিতে, গৌরব ও জ্ঞানের সাথে বাবা রহস্যের উদ্বোধন করেন।*
🍯১) - *হাঁড়ি ভাঙা*
আপনার বুদ্ধি রূপি হাঁড়িকে ভাঙুন, যাতে জ্ঞান রূপি মাখন বেড়িয়ে আসতে পারে।
🍚 ২) - *মাখন চোর*
🍚🤴 আমাদেরকে শ্রীকৃষ্ণের মতো মাখন চোর অর্থাৎ গুনগ্রাহী হতে হবে।
তিনি স্থূল রূপে মাখন চুরি করেননি। তিনি প্রতিটি আত্মার বিশেষত্ত্ব নিয়েছিলেন, যাতে তাঁর স্মৃতি এখনও মাখনচোর হিসাবে গৌরবান্বিত হয়।
চোর এইজন্য বলা হয়,কেননা বিশেষত্ব গ্রহন করতে তাঁর কাউকে বলার দরকার নেই।
না বলেই বাছাই করে নেন।
👘🧥--৩) *পোশাক চুরি*
তিনি কোনো স্থূল পোশাক চুরি করেন নি, অন্যথায় নিন্দাই হতো, গৌরব নয়।
ব্রহ্মা বাবা সমস্ত আত্মার দেহরূপী বস্ত্র ভুলে থাকার উপলব্ধিতে আধ্যাত্মিক সম্প্রীতির সাথে জীবনযাপন করার অনুশীলন দেখিয়েছিলেন।
👩👩👦👦৪) *১৬১০৮ পাটরানী*
এই সঙ্গমে সবাই শিব বাবার পাটরাণী , যাঁরা মুরলিধরের কাছে জ্ঞানমুরলি শোনার জন্য ছুটে আসেন।
👼 ৫) - *ময়ূর মুকুট*
কোনো দেবী দেবতার কাছে এইরকম ময়ূরের মুকুট থাকেনা, যেরকম শ্রীকৃষ্ণকে দেখানো হয়েছে।
এটি পবিত্রতার লক্ষণ।
যিনি সঙ্গমে ১৬কলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী হয়েছেন।
👑 ৬) *মুরলি অবশ্যই হাতে থাকবে*
ব্রহ্মাবাবা মুরলী ও মুরলিধরকে খুব ভালোবাসতেন।
এইজন্য মুরলি দেখানো হয়।
এবং এটি সুবর্ণ যুগের সুখের একটি নিদর্শনও।
💃৭) *সর্বদা নৃত্যরত*
শ্রী কৃষ্ণকে সর্বদা কেবল নৃত্যের ভঙ্গিতে দেখানো হয়।
এটি স্থূল নৃত্যের বিষয় নয়, অন্তরে জ্ঞানচিন্তন এবং সংস্কার মিলনের খুশীতে নৃত্যের নিদর্শন ।
সঙ্গমে, আমাদের এটাও দেখতে হবে যে, এই ব্রাহ্মণ পরিবারে আমাদের সংস্কারের মিলন হয়েছে?
তবেই আমরা স্বর্ণযুগে একসাথে যেতে সক্ষম হব।
এক মত,এক ধর্ম এবং এক রাজ্যের স্থাপনার জন্য সংস্কারের মিলন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
*জন্মাষ্টমীর সকলকে শুভেচ্ছা*।
🙏 *ॐ শান্তি* 🙏
💓👶🏻💓🤴💓🤴🏿💓
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন