নিজেকে দুর্বল মনে হলে কি করবেন?

কখনো কখনো বিনা কারণেই নিজেকে দুর্বল মনে হয়। এর কারণ হলো আপনার আশেপাশের বায়ুমণ্ডল। আপনি যে ঘরে, যার সাথে, যে স্থানে থাকেন, যদি ওই স্থানের ক্রমবর্ধিষ্ণু বায়ুমণ্ডল দুর্বল হয়, তাহলে আপনার নিজেকে দুর্বল অনুভব হবে।*

*দুর্বল বাতাবরণ থেকে বাঁচার জন্য, নিজের সংকল্পকে কখনো দুর্বল হতে দেবেন না! ঈশ্বরের জ্ঞান শুনুন এবং শোনান! সকলের সাথে মিশুন, সবার প্রতি মন থেকে প্রেম বর্ষণ করুন, শুভকামনা - শুভ ভাবনা বজায় রাখুন! শুদ্ধ সাত্ত্বিক ভোজন এবং শুদ্ধ পবিত্র দৃষ্টি দিয়ে জল পান করুন! স্মৃতিতে যেন থাকে যে, আমি আত্মা, আর আমার উপরে আশেপাশের আত্মার চিন্তাভাবনার প্রভাব পড়তে পারে। নাকারাত্মক এবং ব্যর্থ কথা বলা ব্যক্তির থেকে দূরে থাকুন! নিজের মন বুদ্ধিকে বারবার কোন দিব্য স্থানের প্রতি একাগ্র করুন আর সেখানকার শান্ত বায়ুমণ্ডলটিকে মন বুদ্ধির দ্বারা অনুভব করুন! পৃথিবীতে প্রতি জিনিসেরই নিজস্ব বাতাবরণ থাকে। এই জন্য আমরা যাকে বা যেটাকে মন বুদ্ধির দ্বারা স্মরণ করি, তাকে কেন্দ্রিত করে ওই স্থানের বাতাবরণটাও আমার মনের অনুভূতিতে স্থান লাভ পায়। যদি আপনি নিজেকে দুর্বল মনে করেন, তাহলে কোন নাকারাত্মক দুঃখজনক ঘটনা, নাকারাত্মক ব্যক্তিত্ব, নাকারাত্মক স্থানকে কখনোই মন বুদ্ধির দ্বারা স্মরণ করবেন না!*
*ওম শান্তি* 🙏

🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন