গরীবের ভগবান -মনের স্বচ্ছতা আর হৃদয়বান ব্যক্তি

*ওম শান্তি* 🙏

*গরীবের ভগবান অর্থাৎ মনের স্বচ্ছতা আর হৃদয়বান ব্যক্তি :-*

সবকিছুই ভগবানের দান...... যা কিছু আমি প্রাপ্ত করেছি তা আমার জন্য যথার্থ.........পর্যাপ্ত........। এটাকে প্রভুর আদেশ আর ইচ্ছা মনে করে পুরুষার্থ করা......., একটি নতুন দিনের শুরুতেই ভগবানকে হৃদয় থেকে ধন্যবাদ জানানো বাচ্চাই বাবার প্রিয় হয়, আর বাবারও তার প্রতি এটাই চিন্তা থাকে যে...... নিজের ক্রোড়ে বসিয়ে প্রতিটি সমস্যা, বিপদ যা কিছু আসে....... যদি ভয়ঙ্কর রূপেও আসে.... কিন্তু তাকে সুরক্ষিত রেখে, শূল থেকে কাঁটা আর কাঁটা থেকে তুলার ন্যায় হালকা করে দেওয়া....... ।

এইজন্য বাবা আমাদের, ব্রাহ্মণদের সর্বদা বলে থাকেন যে, *গ্রামে গ্রামে গিয়ে সেবা করো*...... এই সময় ধনী ব্যক্তিদের কাছে, আমাকে দেওয়ার মত সময় নেই, তাদের কাছে এটাই স্বর্গ.......।

আমাদের ব্রাহ্মণদের মধ্যে থেকেও যে, ব্রাহ্মন জন্ম নিয়ে, সময় অনুসারে জ্ঞানকে কাজে লাগিয়ে, জ্ঞানী হওয়া সত্ত্বেও শ্রীমতের অবজ্ঞা করে, ধন উপার্জনের পিছনে দৌড়ায়, আর ভাবে যে, *সেন্টারে অনেক ধন দান করলে তার সম্মান ও গুরুত্ব বৃদ্ধি পাবে.........*

তাহলে মনে রাখবে, আমি লৌকিক ব্রাহ্মণদের থেকে আলাদা না হতে পেরেছি......... আর না বাবা আমার সাথী হবেন.......... ।

*যদি সেন্টারের ধন দান করলে সম্মান পাওয়া যায়........ সেবার সুযোগ পাওয়া যায়........, তাহলে সাবধান হয়ে যাও.........., এই রকম সেবা, এই রকম সম্মান - কিছু কাজে আসবে না.........।*

পরশু মুরলিতে বাবা বলেছেন যে, আমি-ই সেই ব্রাহ্মন পূজারী, যে সবার প্রথমে শিবলিঙ্গের পূজা করে সবাইকে ভগবানের সত্য স্বরূপ (অর্থাৎ জ্যোতির্বিন্দু স্বরূপ ) ভুলিয়ে দিয়েছি......., আমি-ই সবার প্রথমে সর্বব্যাপী বলে ভগবানের গ্লানি করেছি.......।

তাই এখন আমরা অর্থাৎ ঈশ্বরীয় ব্রাহ্মনরাই দিব্য চালচলন দ্বারা, তীব্রপুরুষার্থ করে, ঈশ্বরের কাছে স্বচ্ছ থেকে, ঈশ্বরের মহিমা তথা যথার্থ রূপকে প্রত্যক্ষ করবো..........। *না আমার সম্মান...., না আমার গুরুত্ব....., না আমার প্রয়োজনীয়তা....... - সবকিছুই ঈশ্বরের প্রতি সমর্পিত করে দেবো.........।*

যদি আমার এক আনাও প্রাপ্ত হয়, তবে তা বাবার ইচ্ছা অনুসারে এবং তাই আমার জন্য পর্যাপ্ত...... কেননা তার ক্রোড়ে বসে আছি, তাই সব দায়িত্ব তাঁরই..........।

*এইরকম নিশ্চয়বুদ্ধি বাচ্চাই গরীবের উদ্ধারকর্তা........।*

🙏 *ওম শান্তি* 🙏

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন