খারাপের বনাম ভালো

😊 *আজকের মিষ্টি মোতি :-*

*১৮/০৮/১৯*

*এক ব্যক্তি অনেক খারাপের মধ্যেও ভালোর খোঁজ করে, আবার অন্য একজন, অনেক ভালোর মধ্যেও খারাপই দেখে। অর্থাৎ এটা ব্যক্তির চিন্তা-ভাবনা এবং প্রবৃত্তির ওপর নির্ভর করে যে, সে গোলাপের কাঁটা দেখবে, নাকি কাঁটার মধ্যে সুন্দর গোলাপ🌹।*

🙏🌹 *ওম শান্তি* 🌹🙏

🏵💎🏵💎🏵💎🏵💎🏵

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন