"ফরিস্তা স্বরূপ স্থিতির" অনুভব করার জন্য

ওম্ শান্তি .....!

*"ফরিস্তা স্বরূপ স্থিতির"* অনুভব করার জন্য ....

*যোগের কমেন্ট্রী* ....

* আমি হলাম পাঁচ তত্ত্বের শরীরের ঊর্ধ্বে .... অলিপ্ত আলোকময় সুক্ষ্ম শরীরধারী এক দিব্য জ্যোতি ।

* আমি হলাম ডবল লাইট ফরিস্তা ... সুক্ষ্ম বতন নিবাসী ...

* বাপদাদার থেকে সৎ চিৎ আনন্দের কিরণ নিয়ে পঞ্চ তত্ত্বে ছড়িয়ে দিচ্ছি ...

* এই অসীমের স্থিতিতে ফরিস্তা স্বরূপ এবং শক্তিশালী স্থিতির অনুভব হচ্ছে ....

* আমি ফরিস্তা আকাশ নিবাসী

* আমি ফরিস্তা খুবই হাল্কা অনুভব করছি ....

* আমি ফরিস্তা এই দেহে অবতরিত হয়েছি ...

* আমার চারপাশে লাইট মাইটের কিরণ ছড়াচ্ছে ...

* আমি হলাম পবিত্রতার ফরিস্তা... এই বিশ্বকে পবিত্র করতে এসেছি ...

* আমার চারপাশে পবিত্রতার ভাইব্রেশন ছড়াচ্ছে ....

* আমি হলাম ঝলমলে নক্ষত্র ... লাইটের শরীর দ্বারা লাইটের দেশে ঘুরে বেড়াচ্ছি.... এখানে চারিদিকে শীতল চাঁদের আলো ছড়ানো রয়েছে ....

* যেখানে লাইটের অব্যক্ত রূপ দ্বারা মিষ্টি বাবা আমরা লাইটের ফরিস্তাদের দেখছেন ...

* বাবার লাইটের কিরণ আমি আত্মাকে সর্ব শক্তি দিয়ে সম্পন্ন করে দিচ্ছে ....

* আমি আত্মা বাবার সঙ্গে সমগ্র বিশ্বের পরিক্রমা করতে যাচ্ছি ....

* সম্পূর্ণ গ্লোবকে লাইট মাইটের কিরণ দিচ্ছি ... আমি বার্তা বাহক ফরিস্তা হয়ে নিজের অন্তঃবাহক শরীর দিয়ে সমগ্র বিশ্বে বাবার পরিচয় জ্ঞাত করাচ্ছি....

* সকলকে পরমাত্ম সংবাদ শোনাচ্ছি ....

* চারিদিকে শান্তি ও পবিত্রতার সকাশ ছড়িয়ে পড়ছে ....

ওম্ শান্তি .... ওম্ শান্তি .... ওম্ শান্তি ....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন