আমাদের জোর চলে কেবল আমাদের মন এর উপর

💞💞💞💞💞💞💞💞 *পরের জিনিসের প্রতি …… অন্য লোকের প্রতি … জীবনে হতে থাকা ঘটনার প্রতি …… কারোর স্বভাব সংস্কারের ওপর আমাদের কোনো জোর চলে না | আমাদের জোর যদি কারোর ওপর চলে সেটা হলো আমাদের মন* | 
*আমরা দুনিয়াকে বদলাতে পারবো না। কেবল নিজের মনকে বদলাতে পারবো। | দুনিয়াকে বোঝাতে পারবো না, কিন্তু নিজের মনকে বোঝাতে পারবো | পরের জিনিসের ওপর, অন্য লোকেদের ওপর, জীবনে হতে থাকা কোনো ঘটনার ওপরে, কারোর স্বভাব সংস্কারের ওপর আমাদের কোনো জোর চলে না* |

*বুঝিয়ে সুঝিয়েও আমরা কখনো কাউকেই পরিবর্তিত করতে পারবো না | এরা তো যেমন আছে, তেমনই থাকবে | সময় আসলে হতে পারে সেও বদলে যাবে, কিন্তু এই সময় তো আমরা কোনো জিনিসের প্রতি জোর খাটাতে পারবো না | আমাদের জোর যদি চলে তো শুধু আমাদের মনের ওপর* |

*নিজের মনকে বুঝিয়ে আমরা নিজেকে এদের প্রভাব থেকে মুক্ত অবশ্যই করতে পারবো* |
*যেমন মাদারীর খেলা যখন ঢলে, তোমরা সেই মাদারীর খেলা দেখতে দেখতে নিজের বাচ্চাকে হাত ধরে টেনে ওখান থেকে সরিয়ে নিতে পারো, কিন্তু মাদারীর তামাশা দেখানোকে বন্ধ করতে পারবে না* |

*এইরকমই সংসার রূপী তামাশার হাত থেকে হওয়া দুঃখ কষ্টকে তোমরা বন্ধ করতে পারবে না, কিন্তু সেই কষ্টে জড়িয়ে থাকা মনকে টেনে এনে পরমাত্মা পিতার কাছে নিয়ে যেতে পারো | দুঃখের দুর্বিষহ খাল থেকে সরিয়ে এনে সুখের সাগরের সাগরে নিয়ে যেতে পারো* |
ওম্ শান্তি ||

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন