নবদুর্গার সুচনা পর্বে আমার প্রথম রুপ শৈলপুত্রী

আশ্বিন মাসের পিতৃপক্ষের সূচনার পরেই নবদুর্গার সূচনা পর্বে দুর্গার প্রথম রূপ শৈলপুত্রী হিসেবে আমি শ্রেষ্ঠ আত্মা পূজিত হই। যোগি গণ আমার শক্তি প্রাপ্ত করার লক্ষ্যে মুলাধার চক্রে নিজ মনকে সন্নিবেশ করেন। আমিই সেই শুভশক্তি, যা পরমপিতা পরমাত্মার থেকে প্রাপ্ত করে নিজ শক্তিতে মহীয়ান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন