চেক করো ……সৃষ্টি রূপী শোকেসে কোথায় আছে …… আমার স্হান ?
🍁 যেমন এক বাসনের দোকানে অনেক বাসন ভরে পড়ে থাকে , তার মধ্যে কিছু বাসন এমনি হয় যেগুলি ধুলোমাটি তে আটকে থাকে | দোকানের মালিক 😃 ঐ বাসন গুলোকে দেখে পর্য্যন্ত না , কিছু বাসন এমনি থাকে , যেগুলির ওপর পড়া ধুলো কে রোজ কাপড় দিয়ে ঝেড়ে দেওয়া হয় |
👉😊 আর অনেক অল্প এমন আছে , যেগুলোকে অনেক সযত্নে পরিস্কার কাপড় দিয়ে পুছে শোকেসে রাখা হয় , যাতে দেখে লোকে আকর্ষিত হয়ে কিনতে আসে | এই প্রকারের এই সৃষ্টি রূপী গোদামে ভিন্ন ভিন্ন প্রকারের মনুষ্যাত্মা ভরে আছে | কিছু এমনি আছে , যারা ধুলোয় ভরা বাসনের মতো কাম , ক্রোধ , লোভ মোহ আর অহঙ্কার আদি বিকারে জড়িয়ে আছে |
এমনি আত্মারা স্বয়ং কোনো কাজে আসে না , কারণ নিজে নিজের ধুলো ঝাড়তে পারে না , আর অন্যরা ঝেড়ে দেবে তাতে ও তৈরী না | এইজন্য তাদের দিকে সৃষ্টির মালিকের নজর ই যায় না |
🍁কিছু আত্মারা এমন আছে , যারা বিকার রূপী ধুলোর থেকে ঝেড়ে নিজের তন মন কে চমকাতে শিখে গেছে , এমন আত্মার ওপরে সৃষ্টির মালিকের নজর যায় আর তারা ঝেড়ে পুছে অর্থাত মুরলী দ্বারা রোজ তাদের চমক কে আরো বাড়িয়ে দেন |
🔥 আর ও অনেক অল্প আত্মারা আছে , যারা কোহিনুর হীরের 💥 মত চমকাতে থাকে , যাদের সৃষ্টির মালিক শিব পরমপিতা প্রতিদিন নিজের কাছে ডেকে নিজের হাত দিয়ে , অসীম স্নেহে আদর করে সাজিয়ে সৃষ্টির শোকেসে রাখেন | আর তাদের দেখে ই অন্য আত্মারা ভগবানের দিকে আকর্ষিত হয়ে থাকে | তো আসুন , স্বয়ং কে চেকিংগ করি , …… আমি এর মধ্যে কোন প্রকারের আত্মা … আর আমার স্হান কোথায় ???
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন