শিবশক্তির জীবন কাহিনী

শিবশক্তির জীবন কাহিনী*👸

🇮🇳 *ভারতে শক্তি পূজন এবং নবরাত্রির অনেক গুরুত্ব l আমাদের মনে প্রশ্ন জাগে এই শক্তিরা কে ? তাঁদের এতো গায়ন কেন ?*

👸 *ধন - জ্ঞান এবং শক্তি প্রাপ্তির উৎস হলো এই দেবী l*

*আমরা জানি যে, প্রত্যেক মানুষেরই এই তিনটি জিনিসের আবশ্যক l ধনের অভাবে অনেক আবশ্যক কার্যও আটকে যায় l*

✴ *তাই মানুষ তার জীবনের অনেকটা সময় এই অর্থ উপার্জনে ব্যয়িত করে l অর্থের প্রাপ্তির কারণে মানুষ লক্ষ্মী পূজা করে l*

🕉 *এখন প্রশ্ন উঠতে পারে, লক্ষ্মীর সমান ধনবান আমরা কিভাবে হতে পারি ❓*

✴ *দ্বিতীয় হলো বিদ্যা বা জ্ঞান l*

🕉 *প্রসিদ্ধ হলো, জ্ঞান বিনা মানুষের গতি নেই l জ্ঞানের প্রাপ্তির জন্য মানুষ সরস্বতীর গায়ন এবং বন্দনা করে l স্কুল, কলেজে তাই সরস্বতী পূজার প্রচলন l সরস্বতী এই জ্ঞান কার থেকে প্রাপ্ত করেছিলেন আর আমরা তা কার থেকে প্রাপ্ত করতে পারি ❓*

✴ *তৃতীয় আবশ্যক হলো 'শক্তি'l জ্ঞান শক্তি আর যোগ শক্তির প্রাপ্তির কারণে মানুষ 'দেবী শক্তির' বন্দনা করে l*

✡ *এখন প্রশ্ন উঠতে পারে, এই দেবীদের কে শক্তি প্রদান করেছেন ❓আর আমরা তাঁদের সমান শক্তিমান কিভাবে হতে পারি ❓*

✴ *এই কারণেই 'শ্রী লক্ষ্মী, শ্রী সরস্বতী এবং শ্রী দুর্গার জীবন কাহিনী জানা আবশ্যক l*

🕉 *শক্তিদের এই নাম হলো গুণবাচক l*

🕉 *শক্তিদের দশ নাম প্রসিদ্ধ l এ সকলই লাক্ষণিক বা গুণবাচক l এই নামে এক তো তাঁদের জীবনের উচ্চ ধারণার পরিচয় মেলে অথবা পরমপিতা পরমাত্মার সঙ্গে মনুষ্য আত্মার সম্বন্ধ বা তাঁর কর্তব্যের পরিচয় পাওয়া যায় l*

✴ *উদাহরণ স্বরূপ যেমন দেবী সরস্বতী জ্ঞানের দেবী, বিমলা, তপস্বিনী, সর্বশাস্ত্রময়ী, ত্রিনেত্রী ইত্যাদি নামে ভূষিতা l এই নামে পরিচয় পাওয়া যায় যে তিনি কৌমার্য ব্রত (ব্রহ্মচর্য ) ধারিণী, তাঁর মধ্যে ছিলো পবিত্রতা ll 'অদ্যাশক্তি বা আদি দেবী' এই নামে এই জ্ঞান হয় যে তিনি সৃষ্টির স্থাপনা করেছিলেন l 'ব্রাহ্মী, সরস্বতী, ভবানী (শিবপুত্রী ), ভবপ্রিয়া (শিবের প্রিয় ), শিবশক্তি ইত্যাদি নামে বোঝা যায় যে এরা প্রজাপিতা ব্রহ্মার পুত্রী ছিলেন এবং পরমপিতা পরমাত্মা শিব শিব ব্রহ্মার দ্বারা এঁদের জ্ঞান, শক্তি তথা পবিত্রতার শক্তি প্রদান করেছিলেন l এই হলো 'শিবশক্তিদের' জীবন কাহিনী l*

🙏ওম শান্তি 🙏

👸🔱👸🔱👸🔱👸🔱👸🔱

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন