🌹✨অাজকের প্রেরণা ✨🌹✨
*আপনি যাকে যতো বেশী ভয় পান, ততই তাকে নিজের প্রতি অতি সহজেই আকর্ষণ করেন ।*
⚜⚜ *আজ থেকে আমরা কেবল সাকারাত্মক শক্তিকেই যেন নিজের দিকে আকর্ষণ করতে পারি ------*
🌹🌹মধুবন 🌹🌹
☀❣☀❣☀❣☀❣☀❣☀
রাজযোগ , রাজযোগ মেডিটেশন , আধ্যাত্মিক ব্লগ তথ্যাদি নিয়ে আলোচনা করা হয়।
🌹✨অাজকের প্রেরণা ✨🌹✨
*আপনি যাকে যতো বেশী ভয় পান, ততই তাকে নিজের প্রতি অতি সহজেই আকর্ষণ করেন ।*
⚜⚜ *আজ থেকে আমরা কেবল সাকারাত্মক শক্তিকেই যেন নিজের দিকে আকর্ষণ করতে পারি ------*
🌹🌹মধুবন 🌹🌹
☀❣☀❣☀❣☀❣☀❣☀
অাজকের স্বমান 😇
🌷১৯ শে অক্টোবর, ২০১৯🌷
👸 *আমি কর্মভোগের উপর বিজয় প্রাপ্তকারী সর্বশক্তি সম্পন্ন আত্মা*👸
*যখন কর্মভোগের জোর থাকে, কর্মেন্দ্রিয় কর্মভোগের বশে নিজের দিকে আকর্ষণ করে, অর্থাৎ যেই সময় অনেক কষ্টের অনুভব হয়, সেই সময় কর্মভোগকে যারা কর্মযোগে পরিবর্তন করতে পারে, সাক্ষীভাবে কর্মেন্দ্রিয়ের দ্বারা ভোগকারীকেই সর্বশক্তি সম্পন্ন অষ্ট রত্ন, বিজয়ী বলা হয় । এরজন্য দীর্ঘ সময়ের দেহ রূপী বস্ত্র থেকে পৃথক থাকার অভ্যাস করো । এই বস্ত্র দুনিয়ার অথবা মায়ার আকর্ষণে যেন দৃঢ় না থাকে, তাহলেই সহজে উতরে যাবে ।*
🌹🌹মধুবন 🌹🌹
🌞🌞🌞🌞🌞🌞🌞
আত্মকৃতি স্নেহ - মোতি*☀☀
১৯ - ১০ - ১৯
*আমরা এমন করবো, যাতে আমাদের কাছে যে কেউই আসুক না কেন, তারা যখন ফিরবে, তখন যেন হাসি আর খুশী নিয়েই ফেরে, খুশীতে থাকা আর খুশীতে রাখার থেকে বড় আর কিছুই নেই, আমরা কেবল নিজেদের দুঃখের কথাই শোনাবো না, বরং সরল স্বভাব এবং হর্ষিতমুখতার দ্বারা সকলকে হাসি আর খুশীর উপহার দেবো ।*
🌹🌹ব্রহ্মাকুমারীজ 🌹🌹
❤💚❤💚❤💚❤💚❤💚
অমূল্য মোতি*😊
২০ - ১০ - ১৯
*আমরা যেমন চিন্তা করি, আমাদের অনুভব তেমনই হয়, আমাদের সুখ - দুঃখের কারণ আমাদের পরিস্থিতির থেকে বেশী আমাদের চিন্তার উপর নির্ভর করে, যে আমরা পরিস্থিতি অনুযায়ী কি ধরণের চিন্তা করছি ।*
🙏🙏ওম শান্তি 🙏🙏
🌻🌸🌻🌸🌻🌸🌻🌸🌻
অাজকের মিষ্টি মোতি*
২০ শে অক্টোবর :-- *আপনি যদি ভুল করে নিজেকে সঠিক সিদ্ধ করার প্রয়াস করেন তাহলে সময়ও আপনার মূর্খতা দেখে হাসবে ।*
🙏🙏ওম শান্তি 🙏🙏
🌹🌹ব্রহ্মাকুমারীজ 🌹🌹
💧💧💧💧💧💧💧💧💧
অমূল্য বচন*👌
*এই দুনিয়ার নিয়ম হলো ---যা আমরা দেবো, তাই আমাদের কাছে শতগুণে ফেরত আসবে, সে অর্থই হোক ----অন্নই হোক ----সম্মান অথবা অপমান, ঘৃণা বা প্রেম ।*
💥💥ওম শান্তি 💥💥
🌹🌻🌹🌻🌹🌻🌹🌻🌹🌻🌹
অাজকের মিষ্টি মোতি*💧
২১ শে অক্টোবর :-- *সায়েন্সের শক্তি কিছু সময়ের জন্য সুখের অনুভূতি করাতে পারে, তাহলে চিন্তা করুন সায়লেন্সের শক্তি কতো বড় সুখ দেবে ।*
🙏🙏ওম শান্তি 🙏🙏
🌹🌹ব্রহ্মাকুমারীজ 🌹🌹
💧💧💧💧💧💧💧💧
অমূল্য মোতি*😊
২১ - ১০ - ১৯
*আমাদের চিন্তা যদি নিচু হয় তাহলে আমরা যে কোনো ছোটো বিষয়কেও বড় করে দেখবো আর আমাদের চিন্তা যদি উচ্চ হয় তাহলে যে কোনো বড় বিষয়ও আমাদের কাছে ছোটো হয়ে যাবে ।*
🙏🙏ওম শান্তি 🙏🙏
🌺🦚🌺🦚🌺🦚🌺🦚🌺🦚🌺
২১ শে অক্টোবর,২০১৯
✨🌹✨অাজকের প্রেরণা ✨🌹✨
*'দুর্বলতা' আমাদের জীবনে বাধা হয়ে দাঁড়ায়, আর আমাদের লক্ষ্য প্রাপ্তিতে অবরোধের সৃষ্টি করে । কোনো ছোটো বাচ্চা যেমন নিজের বোঝা তার পিতামাতাকে দিয়ে দেয়, তেমনি আমরা আমাদের দুর্বলতাও ভগবানকে দিয়ে দেবো ।*
⚜⚜ *আজ থেকে আমরা আমাদের দুর্বলতা আমাদের পরমপিতা ঈশ্বরকে দিয়ে দেবো ----*
🌹🌹মধুবন 🌹🌹
☀❣☀❣☀❣☀❣☀❣☀
🔱 *আত্মকৃতি স্নেহ মোতি*🔱🔱
০২ - ১০ - ১৯
*"সত্য বা স্বচ্ছতার" স্থান ঈশ্বরের পরেই, এই নিয়মে নিজেকে চেক করতে হবে যে, আমরা ঈশ্বরের কতটা কাছাকাছি, আমাদের বাণী, কর্ম এবং চিন্তন যেন সত্য এবং স্বচ্ছ হয়, আমাদের বাণী এবং কর্ম যেন অন্যের দৃষ্টি আকর্ষণ করে, আমরা এমনই করবো ।*
🍅🍅ব্রহ্মাকুমারীজ 🍅🍅
❤💚❤💚❤💚❤💚
আমি ব্রাহ্মণ আত্মা*👸
🌸 *দয়া ভাবের আবশ্যকতা এমন পরিস্থিতি এবং সময়ের জন্য । সময় মতো না করলে কিভাবে মাস্টার দয়ার সাগর বলা যাবে ? যার মধ্যে দয়া ভাব থাকবে সে সদাই নির্বিকারী আর নিরহংকারী হবে । মনে নিরাকারী, বাণীতে নির্বিকারী এবং কর্মে নিরহংকারী - একেই বলা হয় দয়ালু এবং কৃপালু আত্মা ।*
🌸🌸🌸🌸
*অাজকের মিষ্টি মোতি*💧
০৩ রা অক্টোবর :-- *যেভাবে আপনার স্বভাব - সংস্কার পরিবর্তন হতে থাকবে, আপনার সম্বন্ধ - সম্পর্কে আসা আত্মারা আপনার সহযোগী হয়ে উঠবে, আর সেইসঙ্গে যোগীও ।*
🔱🔱ওম শান্তি 🔱🔱
⚜⚜ব্রহ্মাকুমারীজ ⚜⚜
💧💧💧💧💧💧💧💧💧
আজ নবরাত্রির পঞ্চম দিন, অর্থাৎ মহা পঞ্চমী*
*স্কন্দমাতা* (পূজিতা হন পঞ্চমী তিথিতে) : দেবীর মাতৃরূপের বহিঃপ্রকাশ ঘটে এই স্কন্দমাতার মধ্যে। স্কন্দ, অর্থাৎ কার্তিক, দেব সেনাপতি, শিব-পার্বতীর প্রথম সন্তান। কোলে ছোট্ট কার্তিককে নিয়ে দেবী বসে থাকেন পদ্মাসনে, পূজিতা হন এই রূপেই। যিনি সকলকে পরিত্রাণ করেন ।
আধ্যাত্মিকতা অনুসারে এনার শক্তি সংসারে থেকে নির্লপ্ততার শক্তির ব্যবহারে। দৈবী শক্তি হল সত্যতার শক্তি, তাই চারপাশের আবর্জনার মধ্যে দেবীর দুই হাতের পদ্মের দিক নির্দেশিকা হল নির্লিপ্ততার শক্তির প্রয়োগের । সমায়ানুসারে স্বয়ং পরম পিতার বিধান এটিই । সিংহ এই দেবীর সেই সত্য শক্তিকে ধারণ করার প্রতীক । এক হাত বরাভয়ের, সমস্ত জীবকুলের প্রতি, অন্যহাতে সন্তানের প্রতিপালন।
*আমি ব্রাহ্মণ আত্মা*👸
🌷 *শাহেনশাহ হও, দাতার সন্তান দাতা হও । কেউ তোমাদের দিক আর না দিক, তোমরা দিতে থাকো । একেই বলা হয় দয়া ভাব বা কৃপা দৃষ্টি । তাই হে দয়ালু - কৃপালু আত্মারা, দাতা হও । বুঝেছো ।*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
আত্মকৃতি স্নেহ - মোতি*🔱🔱
০৩ - ১০ - ১৯
*নিত্য প্রাতে শুদ্ধ সঙ্কল্পকে চিন্তায় এনে পরমাত্মার স্মরণে বসবো, মনে আগত নানা চিন্তার সঙ্গে না তো সংঘর্ষ করবো আর না সেই চিন্তায় সামিল হবো, এতে ব্যর্থ চিন্তন শীঘ্রই সমাপ্ত হয়ে যাবে, তখনই পরমাত্মার সঙ্গে যোগযুক্ত হতে পারবো ।*
🍅🍅ব্রহ্মাকুমারীজ 🍅🍅
❤💚❤💚❤💚❤💚❤
অমূল্য মোতি*😊
০৩ - ১০ - ১৯
*বুদ্ধিমান মানুষকে চেনার উপায় হলো, পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের মনোভাবের পরিবর্তন হয় না ।*
🙏🙏ওম শান্তি 🙏🙏
⚜⚜⚜⚜⚜⚜⚜
অমূল্য বচন*🔱
*জীবনে যদি কোনো পথ না দেখা যায়, তখন অনেক দূর দেখার পরিবর্তে ধীরে ধীরে এক - এক পায়ে চলতে থাকো ----রাস্তা বের হতে থাকবে ।*
🌹🌹ওম শান্তি 🌹🌹
🌸🌻🌸🌻🌸🌻🌸🌻🌸🌻
*অাজকের মিষ্টি মোতি*💧
০১ লা অক্টোবর :-- *এইসময় সম্পূর্ণ বিশ্বের প্রয়োজন মনের শান্তির, যা প্রাপ্ত হবে শান্তির সাগর পরমাত্মার স্মরণে শান্ত স্বরূপে স্থিত হওয়াতে ।*
🔱🔱ওম শান্তি 🔱🔱
⚜⚜ব্রহ্মাকুমারীজ ⚜⚜
💧💧💧💧💧💧💧💧💧💧
আজ নবরাত্রির তৃতীয় দিন ।
আমি সেই শিবশক্তি, ৫০০০ কল্পের সেই পুরুষোত্তম সঙ্গম যুগ, যে যুগে আমি নিজেকে দৈবী গুণে ভরপুর করে *দেবী চন্দ্রঘন্টা*। চন্দ্রঘণ্টা (পূজিতা হন তৃতীয়া তিথিতে): অবশেষে মহাদেব তুষ্ট হন ব্রহ্মচারিণীর তপস্যায়! তাঁর বিবাহ স্থির হয় পার্বতীর সঙ্গে। কিন্তু বিবাহের দিন তাঁর বৈবাহিক শোভাযাত্রায় ভিড় জমায় ভূত-পিশাচ, অদ্ভুতদর্শন জন্তু-জানোয়ারের দল, মহাদেব নিজেও সেদিন ভস্ম মেখে উপস্থিত ! এহেন বর দেখে হিমালয়ের অন্দরমহলে হাহাকার পড়ে যায়! স্বামীকে যাতে তাঁর পাশে বেমানান না লাগে তাই পার্বতী ধারণ করেন চন্দ্রঘণ্টার রূপ ! তাঁর সারা দেহেও ভস্ম, আর শিরোদেশে একফালি চাঁদ, ঠিক তাঁর স্বামীর মতো !
যোগীগণ সেই শক্তির সন্ধান করে চলেন মনিপুর চক্রে। আমার হাতে সেই জ্ঞানের তরোয়াল, ত্রিশূল, গদা, পদ্ম - যার দ্বারা আমি আত্মা আমারই সংস্কারে জাগ্রত হয়ে থাকা অশুভ শক্তির বিনাশ করেছি রূপ নিয়েছি দেবীর।
ষোলো আত্মিক শৃঙ্গার 🔴
🔅 *টিপ -- চন্দনের সমান ভাই - ভাইয়ের সুগন্ধ ছড়ানো স্ব - স্মৃতি*
🔅 *তিলক --- মস্তকে পদ্ম সম সৌভাগ্যের নিদর্শন*
🔅 *তাজ বা মুকুট ---পবিত্রতার লাইট আর এই অসীম জগতের সেবার দায়িত্বের নিদর্শন*
🔅 *কাজল ---পবিত্র আত্মিক দৃষ্টি*
🔅 *কুণ্ডল ----সদা এক শিববাবার কথাই শুনবো*
🔅 *নথ ---- "এক বাবা দ্বিতীয় আর কেউ নয়" এই স্মৃতির নিদর্শন*
🔅 *চমক -- চেহারায় পরমাত্মা পিতার সাক্ষাৎকার*
🔅 *লালি ---ওষ্ঠে মধুর হাসি এবং মধুর বাণী*
🔅 *মালা ---বিজয় রত্ন, গলার বৈজয়ন্তী মালা*
🔅 *আংটি ---- মায়ার প্রভাব থেকে মুক্তির জন্য অষ্ট শক্তির ধারণ*
🔅 *কঙ্কণ ---হাতে ঈশ্বরীয় মর্যাদার রক্ষা*
🔅 *বাজুবন্ধ ---সদা ঈশ্বরীয় সেবায় সাহায্যকারী*
🔅 *কোমর বন্ধনী ----কোমরে দৃঢ়তা রূপী গুণ*
🔅 *ঘুঙ্গুর ----পদে সর্বদা খুশীর রাস*
🔅 *বিছে ---সদা শ্রীমতে চলার প্রতীক*
🔅 *বস্ত্র ----দিব্য গুণে সাজানো দিব্য বস্ত্র*
✳✳ওম শান্তি ✳✳
🔱⚜🔱⚜🔱⚜🔱⚜🔱⚜🔱
আজ নবরাত্রির তৃতীয় দিন ।
আমি সেই শিবশক্তি, ৫০০০ কল্পের সেই পুরুষোত্তম সঙ্গম যুগ, যে যুগে আমি নিজেকে দৈবী গুণে ভরপুর করে *দেবী চন্দ্রঘন্টা*। চন্দ্রঘণ্টা (পূজিতা হন তৃতীয়া তিথিতে): অবশেষে মহাদেব তুষ্ট হন ব্রহ্মচারিণীর তপস্যায়! তাঁর বিবাহ স্থির হয় পার্বতীর সঙ্গে। কিন্তু বিবাহের দিন তাঁর বৈবাহিক শোভাযাত্রায় ভিড় জমায় ভূত-পিশাচ, অদ্ভুতদর্শন জন্তু-জানোয়ারের দল, মহাদেব নিজেও সেদিন ভস্ম মেখে উপস্থিত ! এহেন বর দেখে হিমালয়ের অন্দরমহলে হাহাকার পড়ে যায়! স্বামীকে যাতে তাঁর পাশে বেমানান না লাগে তাই পার্বতী ধারণ করেন চন্দ্রঘণ্টার রূপ ! তাঁর সারা দেহেও ভস্ম, আর শিরোদেশে একফালি চাঁদ, ঠিক তাঁর স্বামীর মতো !
যোগীগণ সেই শক্তির সন্ধান করে চলেন মনিপুর চক্রে। আমার হাতে সেই জ্ঞানের তরোয়াল, ত্রিশূল, গদা, পদ্ম - যার দ্বারা আমি আত্মা আমারই সংস্কারে জাগ্রত হয়ে থাকা অশুভ শক্তির বিনাশ করেছি রূপ নিয়েছি দেবীর।
নবরাত্রিতে স্বমানের অভ্যাস* ২০১৯🕉
*মঙ্গলবার ১ লা অক্টোবর ----*
*সভ্য এবং সত্য লক্ষণ ধারণকারী, সর্ব আত্মাদের জ্ঞান ধন এবং গুণ রূপী হীরে - মোতির দ্বারা সুসজ্জিতকারী, সুখ - শান্তি এবং সমৃদ্ধির অটুট ভাণ্ডার প্রদানকারী, সর্বের আরাধ্য দেবী কমল পুষ্পের আসনে বিরাজিতা আমি "মা লক্ষ্মী*।
ওম শান্তি* 🙏
*অব্যক্ত বাণী*
*অব্যক্ত বাণীতে বাপদাদা বলেছেন --------*
🔱 *যে যতটা পবিত্র, তার ব্যক্তিত্ব কেবল ততটা দেখাই যায় না, অনুভবও হয় । তোমাদের নিজেদের এই আত্মিক ব্যক্তিত্বের নেশা আছে । অনাদি কালে পরমধামেও তোমাদের মতো বিশেষ আত্মাদের ব্যক্তিত্ব সবথেকে উঁচু ছিলো । সব আত্মারাই ঝলমলে জ্যোতি কিন্তু তোমাদের মতো রুহানী ব্যক্তিত্বের আত্মাদের চমক অন্য সব আত্মাদের থেকে পৃথক এবং প্রিয় ।*
*( ০৬ - ০৪ - ৯৫, পেজ - ২০২)*
*পদ্মগুণ ধন্যবাদ বাবা 💥🙏*