মনের অশান্তির কারণ হলো কর্মবন্ধন

মাতেশ্বরী জীর মধুর মহাবাক্য*

*"মনের অশান্তির কারণ হলো কর্মবন্ধন আর শান্তির কারণ হল কর্মাতীত"*

বাস্তবে প্রত্যেক মানুষের এই চাহিদা অবশ্যই থাকে যে, আমি যেন মনের শান্তি পাই, তাই মানুষ এতদিন অনেক প্রয়াস করে এসেছে কিন্তু মনের শান্তি এখনো প্রাপ্ত হয় নি, এর যথার্থ কারণ কি ? এখন এই কথা চিন্তা করা অত্যন্ত জরুরী যে, মনের অশান্তির মূল কারণ কি ? মনের অশান্তির মূল কারণ হলো -- কর্মবন্ধনে আটকে যাওয়া l যতক্ষণ না মানুষ এই পাঁচ বিকারের কর্মবন্ধন থেকে মুক্তি পাচ্ছে ততক্ষণ মানুষ এই অশান্তির হাত থেকেও মুক্তি পাবে না l যখন কর্মবন্ধন ছিন্ন হয়ে যায় তখন মনের শান্তি অর্থাৎ জীবনমুক্তি প্রাপ্ত করতে পারবে l এখন চিন্তা করতে হবে - এই কর্মবন্ধন ছিন্ন হবে কিভাবে ? আর তা ছিন্ন করাবেন কে ? এ তো আমরা জানি যে কোনো মনুষ্য আত্মাই অন্য কোনো মনুষ্য আত্মাকে মুক্তি দিতে পারে না l এই কর্মবন্ধনের হিসেব - নিকেশ ছিন্ন করান একমাত্র পরমাত্মা, তিনি এসেই জ্ঞান আর যোগবলের দ্বারা আমাদের কর্মবন্ধন থেকে মুক্ত করেন, এই কারণেই পরমাত্মাকে সুখদাতা বলা হয় l যতক্ষণ না প্রথমে এই জ্ঞান হয় যে আমি আত্মা, আমি প্রকৃতপক্ষে কার সন্তান, আমার প্রকৃত গুণ কি ? যখন এই কথা বুদ্ধিতে এসে যাবে তখনই কর্মবন্ধন ছিন্ন হবে l এখন এই জ্ঞান আমরা পরমাত্মার কাছেই প্রাপ্ত করি আর পরমাত্মার দ্বারাই কর্মবন্ধন মুক্ত হই l আচ্ছা l ওম্ শান্তি l

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন