স্ব দর্শন চক্রের মানে কি ? এটা কেমন করে ঘোরানো হয় ?

স্ব দর্শন চক্রের মানে কি ? এটা কেমন করে ঘোরানো হয় ?

💥 স্বদর্শন চক্র আমরা ভক্তিমার্গের ছবিতে বা দেবীদেবতাদের হাতে দেখা যায় | বিশেষ ভাবে শ্রীকৃষ্ণ আর বিষ্ণুর হাতে থাকে | কিন্তু ভক্তিতে সবাই বোঝে স্বদর্শন চক্র এক সশস্ত্র , যেটা রেগে গেলে শ্রীকৃষ্ণ আর বিষ্ণু অসুরদের গলা কাটার জন্য ব্যবহার করে থাকেন |

💥 এবার জ্ঞান স্বয়ং পরমাত্মা বলছেন এই স্বদর্শন চক্র সঙ্গমে ব্ৰহ্মামুখবংশাবলী ব্রাক্ষ্মণদের হয় | দেবতারা কোনো হিংসা করেন না | নাইবা সত্যযুগে কোনো অসুর থাকে , যার গলা কাটা হয় | এটা তো সঙ্গমে আমরা ব্রাক্ষ্মণ , স্ব এর দর্শন মানে আত্মার আদি-মধ্য-অন্তের পার্ট যে রোল প্লে এই বেহদের সৃষ্টিরূপী ড্রামায় হয় , আর সেইসব দেখে স্ব এর পরিবর্তন করা | আত্মার মুল শক্তি আর গুনগুলিকে ধারণ করা |

💥পরমাত্মা যে জ্ঞান দিয়েছেন , তার আধারে আমরা স্বয়ং এর চেকিংগ করাতে এই চক্রকে ঘোরাতে ঘোরাতে আত্মার ভিতরে দ্বাপর থেকে নিয়ে 63 জন্মের যে বিকার জন্মেছে , সেই অসুরদের (কাম, ক্রোধ , লোভ , মোহ অহংকার ) গলা কাটতে হবে |

💥যত আমরা স্বদর্শণ চক্র সারাদিন ঘোরাবো , ততই আত্মার শক্তি আর জ্ঞানের তেজ বাড়বে | সকল কাজে আদি মধ্য অন্তের গুণের আর শক্তির স্মৃতি হবে | যার থেকে কর্মে সফলতা হবে | দ্বিতীয় সঙ্গমযুগে মায়ার যে প্রহার হয় , সেটা স্বদর্শন চক্র ঘোরালে , তার থেকে বেঁচে যায় | এর জন্য শাস্ত্রোতে গজ আর গ্রহের কথা লেখা হয়েছে | এইজন্য যদি আত্মার কর্মেন্দ্রিয়োর রাজা হতে হবে , তো সেটা স্বদর্শন চক্র ঘোরালেই হবে |

কেমন করে ঘোরাবে ? 
🌹বিন্দুরূপ স্থিতি -- আত্মাকে পরমধামে নিরাকারী স্থিতিতে নিজের পরমাত্মা পিতার সাথে কর্মাতীত অবস্থায় দেখতে হবে |

🌻দেব স্বরূপ -- সত্যযুগে নতুন দুনিয়ায় ডবল তাজধারী , ষোলো কলা সম্পূৰ্ণ , সম্পূৰ্ণ নির্বিকারী , অহিংসা পরমধর্ম , মর্যাদা পুরুষোত্তম রূপে দেখতে হবে |

🌹 পূজ্য স্বরূপ -- তারপর কল্পনা করতে হবে , মন্দিরে ইষ্ট স্বরূপে দাড়িয়ে আছো | ভক্তরা আমাদের আহ্বান করছে | বাবা আমাদের ঐ ভক্তদের আশা পুরো করছেন , আমি নিজের চোখ দ্বারা তাদেরকে সকাশ দিচ্ছি , যে ওরা বাবার থেকে এসে বর্সা নিক্ |

💥 ব্রাক্ষ্মণ স্বরূপ -- নিজেকে কল্পবৃক্ষের শিকড়ে ব্ৰহ্মাবাবার সাথে পবিত্ৰতার সকাশ চারিদিকে ছড়াচ্ছে এমন অনুভব করো |

🌹 ফরিস্তা স্বরূপ -- মানে মাটির থেকে কোনো সম্বন্ধ না থাকা | লাইট আর মাইটের স্বরূপ | শিববাবার দ্বারা শক্তি নিয়ে নিজের সূক্ষ্ম স্বরূপ দ্বারা সৃষ্টিকে পাবন বানানোর কার্য্য করতে হবে |

💥 আমাদের সব স্বরূপকে যদি দেখা যায় তো পবিত্ৰ স্বরূপ আর সবসময় দাতার সংস্কার | তো স্বদর্শণ চক্র আমাদের পবিত্ৰ আর বরদানী মূর্ত বানিয়ে দেয় |

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন