ওম শান্তি*🙏
*অাজকের প্রশ্ন :-----*
*সত্যের মার্গ কেমন হয়, কঠিন হয়, নাকি সহজ, আর এই সত্যের মার্গে চললে কি কি প্রাপ্তি হয় ❓*
🔴 *ঈশ্বরীয় প্রশ্নোত্তর বিভাগ*🔴
✴✴ *সোনার ভারত*✴✴
*বলা হয়ে থাকে, সত্যের পথ অত্যন্ত জটিল । সত্যপথে চলা সহজ কথা নয় । সত্যপথে চলা তো শাঁখের করাতের উপর চলার সমান, কিন্তু বাবা আজ আমাদের সত্য জ্ঞান এবং সত্যের পরিচয় প্রদান করে, সেই পথে চলা কতো সহজ করে দিয়েছেন । আর আমরা যখন এই সত্যের পথকে এখন বুঝেই গেছি, তখন এই পথে চলা আমাদের কাছে সম্পূর্ণ সহজ হয়ে গেছে । বাবার প্রদত্ত সত্য মার্গে চলে আমাদের প্রাপ্তির ভাণ্ডারও অফুরন্ত ।*
*বাবা আমাদের মুরলীর মাধ্যমে নিত্য এই দিব্য জ্ঞান দিয়ে আসছেন । বাবা রোজ বলেন --- নিজেকে আত্মা মনে করে, আমি তোমাদের বাবা, তোমরা আমাকে স্মরণ করো । আমাকে স্মরণ করলে, আমার সঙ্গে যোগযুক্ত হলে, তোমাদের ৬৩ জন্মের কৃত পাপ, সেই যোগ অগ্নিতে ভস্ম হয়ে যাবে, আর তোমরা আত্মারা পতিত থেকে সম্পূর্ণ পবিত্র হয়ে, সত্যযুগী দুনিয়াতে যাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে ।*
*বাবা আমাদের এই জ্ঞান প্রদান করে আজ এই কথা স্পষ্ট রূপে বুঝিয়ে দিয়েছেন যে, আমাদের কেমন পুরুষার্থ করতে হবে, যেই পুরুষার্থ করে আমরা মানুষ থেকে দেবতা হতে পারি । বাবা মনুষ্য থেকে দেবতায় পরিণত হওয়ার জন্য কতো সহজ যুক্তি বা নিয়ম বলে দিয়েছেন । তিনি বলেছেন ---বাচ্চারা, তোমরা এখন এই জ্ঞান সরোবরে ডুব দাও, এই জ্ঞান সাগরে ডুব দিলে তোমরা জ্ঞান পরীতে পরিণত হবে ।*
*জ্ঞান স্নানেই আমাদের চেহারা এবং চরিত্রের পরিবর্তন হয় । এই জ্ঞানেই আমাদের ভিতর সমস্ত অপগুণ দূর হয় । বাবাকে আর বিষ্ণুপুরীকে স্মরণ করলে আমরা পবিত্র হই, কেননা দেবতারা অতি পবিত্র, আর তাঁদের মধ্যে পবিত্রতার আকর্ষণ বিদ্যমান । তাই তো, যে সকল মানুষ মন্দিরে যায়, তাদের অল্প সময়ের জন্য সুখ - শান্তি এবং পবিত্রতার অনুভব হয় ।*
*কিছু সময়ের জন্য তাদের মন নির্মল হয় । এখন বেশীরভাগ আত্মারা ৬৩ জন্মের বিকারের জ্বালায় জর্জরিত হয়ে আছে । তারা যদি নিত্য এই জ্ঞান সাগরে অবগাহন করে তাহলে তারাও পতিত থেকে পবিত্র হতে থাকবে । তাই আমাদের সর্বদা বাবার ছত্রছায়ায় থাকতে হবে, তাঁর সংস্পর্শে থাকতে হবে, তথা বাবাকে স্মরণ করে আমাদের চিন্তাধারা এবং সঙ্কল্পকে পবিত্র করতে হবে ।*
🙏🙏ওম শান্তি 🙏🙏
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন