"এখন নয় তো কখনোই নয়"

*অব্যক্ত পালনার রিটার্ন* ♦
*_দৃঢ়তা_*
❒ ২৬ ❒ ১১ ❒ ১৯ ❒

বাপ-দাদা প্রথম থেকেই বলে এসেছেন যে, হঠাৎ অনেক কিছু হয়ে যেতে পারে এই জন্য সন্দেশ দেওয়ার বা নিজেদের উন্নতি এখনই-এখনই, কখনো-কখনো নয়, বাপ-দাদা বলেছেন যে, বাস্তবে *ব্রাহ্মণদের ডিকশনারিতে "কখনো-কখনো" শব্দ শোভা পায় না। এখনই এখনই সংকল্প করে, তা কর্মে প্রতিফলন করতেই হবে। দেখবো, করবো এই বো বো শব্দ হবে না। এইজন্য তোমাদের মাম্মা এই লক্ষ্য রেখেছিলেন যে, স্মরণে রাখার জন্য "এখন নয় তো কখনোই নয়"।*

তো ডবল পুরুষার্থী বাচ্চারা এখনই এখনই করবে নাকি কখনো কখনো করবে? যারা মনে করছে যে এখনই এখনই করে দেখাবো তারা হাত ওঠাও। করতেই হবে, করতেই হবে। করবো নয়, করতেই হবে। স্মরণে রেখো তোমরা নিজেরাই নিজেদের চার্ট রাখবে, আর বাপ-দাদা প্রথমেই শুনিয়েছেন যে *প্রত্যেক রাত্রিতে বাপ-দাদাকে তোমাদের সমস্ত দিনের চার্ট শুনিয়ে নিজেদের বুদ্ধিকে খালি করলে তোমাদের নিদ্রাও খুব ভালো আসবে আর সাথে প্রত্যেক দিনের স্থিতি কেমন ছিল তা বাবাকে শোনানোর জন্য দ্বিতীয় দিন সেটা স্মরণ থাকবে যে বাবাকে আমরা নিজের করেছি তাই সেই স্মৃতি সহযোগ প্রদান করবে।* ধর্মরাজপুরীতে যেতে হবে না। দিয়ে দিয়েছি, তাই না, আর নিজেকে পরিবর্তন করে নিলেই ধর্মরাজপুরীতে যাওয়া থেকে বেঁচে যাবে।শুভরাত্রি *বাপ-দাদা তো প্রত্যেক বাচ্চার মধ্যে নিশ্চয় আর সাহসের উৎসাহ এখনই এখনই দেখতে পাচ্ছেন। কিন্তু যাওয়ার সময় প্লেনের মধ্যে যেন অল্প একটু কম না হয়ে যায়। সর্বদা বাড়াতে থাকবে। দৃঢ় সংকল্পের চাবি যেটা বাপ-দাদা দিয়েছেন সেটাকে সর্বদাই বজায় রাখবে। করতেই হবে*, এখনই এখনই, পরে করব নয়, হয়ে যাবে, হতেই হবে, হয়ে যাবে না, হতেই হবে, ডবল পুরুষার্থীর যে উপাধি বাপ-দাদা তোমাদের দিয়েছেন সেটাকে সর্বদা স্মরণে রেখো।

❤ *অব্যক্ত বাপ-দাদা* 
(২৫-১০-২০০৯)

💢❄💢❄💢❄💢❄

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন