কল্পনার দ্বারা শিক্ষণ* 🙎🏻♂
🎈 *-আমরা যেটা কল্পনা করে শিখতে পারি আর বাস্তবে ব্যবহারের দ্বারা শিখতে পারি - দুটো শিক্ষার মধ্যেই সমতা থাকে।*
🎈 *-পিয়ানো শেখার জন্য দুটো গ্রুপ বানানো হলো। একটি স্থূল গ্রুপ ছিল, যারা বাস্তবে হাতে কলমে শিখছিল। দ্বিতীয় গ্রুপ ছিল যেটা শিক্ষকের শিখন কৌশল টা শুনে কল্পনার মাধ্যমে প্র্যাকটিস করছিল।*
🎈 *-স্থূল গ্রুপ যখন সুন্দরভাবে পিয়ানো বাজাতে শিখে গেল। তখন তাদের যে অনুভব হল সেই অনুভব টা দ্বিতীয় গ্রুপকে কল্পনা করে অনুভব করতে বলা হলো। তখন দ্বিতীয় গ্রুপটি কল্পনার মাধ্যমে সেই সংগীতের অনুভূতি করতে লাগল, যেটা স্থূল পিয়ানো বাজানো গ্রুপ করেছিল। এরপর দুটো গ্রুপকে মুখোমুখি ভাবে প্রতিযোগিতায় বসানো হলো। দেখা গেল দুটো গ্রুপই বাস্তবে একই রকম পিয়ানো বাজানোয় দক্ষতা প্রদর্শন করল।*
🎈 *-একবার এক নিঃশব্দ প্রমাণ কামড়ার এক কোণে এক পিয়ানো রাখা ছিলো আর অন্য কোনে একজন ব্যক্তি অন্য একটি পিয়ানো বাজাচ্ছিল। তখন লক্ষ্য করা গেল যে অন্য কোনে থাকা পিয়ানোটি আপনা হতেই বেজে উঠেছিল।*
🎈 *-যদি আমাদের মনের মধ্যে শুদ্ধ চিন্তাভাবনা উৎপন্ন হয় তবে তা সামনে থাকা ব্যক্তির মনেও সেই চিন্তা উৎপন্ন করবে।*
🎈 *-আপনি লেখাপড়া জানেন না বা না জানেন, পরমাত্মা শিক্ষাকে কল্পনার দ্বারা অনুভব করলে আপনি অন্য ব্যক্তিকে বিনা কথাতেই পরিবর্তন করতে পারবেন।*
🎈 *-যদি আমরা কল্পনার দ্বারা প্রতিটি সময় প্রজাপিতা ব্রহ্মাকে দেখি আর পরমপিতা পরমাত্মাকে স্মরণ করি তাহলে প্রজাপিতা ব্রহ্মার সমস্ত গুণ এবং শক্তিগুলি আমাদের মধ্যে ধারণ হয়ে যাবে।*
🎈 *-যদি আপনি ভালো লেখক হতে চান তাহলে জগদীশ ভাইকে কল্পনা করে দেখে পরমপিতা পরমাত্মাকে স্মরণ করলে আপনি জগদীশ ভাই এর মতন লেখক হয়ে যাবেন।*
🎈 *-যদি আপনি বলবান হতে চান তাহলে কোন পছন্দ করা বলবান ব্যক্তিকে দেখুন এবং পরমপিতা পরমাত্মাকে স্মরণ করলে আপনিও সেই রকম বলবান হয়ে যাবেন।*
🎈 এইভাবে আপনি যখন যেরকম হতে চাইবেন,তখন তাকে শুধু কল্পনার মাধ্যমে দেখুন আর পরমপিতা পরমাত্মাকে স্মরণ করুন তাহলে ধীরে ধীরে আপনিও সেই রকম হয়ে যাবেন।*
🎈 *-বই পড়া খুব মুশকিল কাজ মনে হয় কেননা আপনার কাছে সময় থাকেনা।*
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন