tঅব্যক্ত পালনার রিটার্ন* ♦
*_ইচ্ছা মাত্রই অবিদ্যা_*
❒ ০৭ ❒ ১১ ❒ ১৯ ❒
যখন বাবা সবাইকে ভরপুর করে দিয়েছেন তখন ভরপুর আত্মা দাতা হও, গ্রহীতা নয়। আমাকে দিতে হবে। কেউ দিক বা না দিক, গ্রহণের ইচ্ছুক নয় দানের ইচ্ছুক। আর *যতই দান করবে, দাতা হবে ততই সম্পত্তির পরিমাণ বৃদ্ধি হতে থাকবে।* মনে করো কাউকে নিজের স্বমান দান করেছো , অপরকে দেওয়া অর্থাৎ নিজের স্বমান বৃদ্ধি করা। দিতে হয় না। দেওয়া অর্থাৎ নেওয়া। কিছু নিও না। কিছু দান করো তাহলেই গ্রহণ করা হয়ে যাবে। তাহলে বুঝেছ - *সময়ের আহ্বান কি আছে? দাতা হও। একটা অক্ষর সদা স্মরণে রেখো। কোন রকম পরিস্থিতি এসে গেলেও "দাতা" শব্দ স্মরণে রাখবে। ইচ্ছা মাত্রই অবিদ্যা। না সুক্ষ্ম নেওয়ার ইচ্ছা না স্থূল কিছু নেওয়ার ইচ্ছা। দাতার অর্থই হলো, ইচ্ছা মাত্রই অবিদ্যা।* সম্পন্ন। কোনো অপ্রাপ্তিই অনুভব হবে না, তাই কিছু নেওয়ার ইচ্ছাও থাকবে না। সর্বপ্রাপ্তি সম্পন্ন। তাহলে লক্ষ্য কি হল? সম্পন্ন হওয়া তাই না।নাকি যতটা পাওয়া যায়, ততটাই ভালো? সম্পন্ন হওয়াই সম্পূর্ণ হওয়া।
❤ *অব্যক্ত বাপ-দাদা*
*(২৩-১০-১৯৯৯)*
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন