মায়াকে ভয় পাবে না- অব্যক্ত-বাপদাদা

মায়াকে ভয় পাবে না। তা সে ছোটখাটো বিষয়েই হোক বা বড় বিষয়ে। তবে ছোটোকে বড় করবে না। বড়কে বরং ছোটো করবে। উঁচুতে থাকবে, তবে বড় বিষয় ছোট হয়ে যাবে। নীচে থাকলে ছোটখাটো বিষয়ও বড় হয়ে যাবে। সেইজন্য বাপদাদাকে সাথে রাখো, হাতে হাত রাখো, তাহলে ভয় পাবে না। খুব ওড়ো, উড়তি কলাতে সেকেন্ডে সবকিছুকে অতিক্রম করে যাও। বাবার সঙ্গ সর্বদাই সুরক্ষিত রাখে আর রাখবেও"। -" অব্যক্ত-বাপদাদা"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন