আত্মার নিরাপদে থাকার প্রথম নম্বর সাধন কি এবং কিভাবে?*
যেরকম বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য আমাদের ছাতার দরকার হয়...সেইরকম আত্মা যখন শরীর নিয়ে অভিনয় করে তখন মায়া বিভিন্ন রূপে তার সামনে আসতে থাকে। এই জীবন যখন পেয়েছি তখন একে যাপন তো করতেই হবে, তবে সেটা হাসি দেখিয়েও হতে পারে কিংবা কান্না দেখিয়ে। তো আত্মাকে বিভিন্ন প্রকার মায়ার হাত থেকে বাঁচার জন্য পরমাত্মার ছত্রছায়াই হলো নিরাপদ সাধন।আত্মার নিরাপদে থাকার প্রথম নম্বর সাধন, প্রত্যেক জন্মের জন্য টিকে থাকার সাধন, অবিনাশী সাধন হল পরমাত্মার স্মরণ আর পরমাত্মার সাথ।
পরমাত্মা সাথ অসম্ভবকে সম্ভব করে দেয়, দুঃখকে সুখে বদল করে দেয় অশান্তিকে শান্তিতে বদল করে দেয়, পরমাত্মা স্মরণ-ই সেই মহাঔষধ যেটা আমাদের তন-মন এর সমস্ত রোগকে দূর করে দেয়। আমাদের যা কিছু ভারী বোঝা আছে, সে সব দূর করে দেয়, আর আত্মাকে হালকা করে দেয়। বড় বড় নেতা আর ধনী ব্যক্তিদের দেখো নিজেকে বাঁচানোর জন্য নিজের পিছনে সর্বক্ষণের জন্য দেহরক্ষী রাখে, তাদের জন্য অনেক পয়সা খরচা করে। আর আমাদের নিরাপদে থাকার জন্য স্বয়ং ভগবানকে আমরা প্রাপ্ত করেছি। কোন খরচা নেই। শুধুমাত্র সেই ভগবানের ভালোবাসায় লীন থাকতে হবে। আর নিজের হাত তার হাতে দিয়ে দিতে হবে। তার মতো রক্ষা তো আমাদের আত্মাদের আর কেউ করতে পারবে না। তার ছত্রছায়াই হল সম্পূর্ণ নিরাপদ আশ্রয়। 😍😍😍😍
👑👑👑👑👑👑👑👑
ধন্যবাদ আমার মিষ্টি প্রিয় বাবা
😘😘😘😘😘😘😘😘
🇲🇰💥🤝
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন