সর্বদা সহজ যোগী, সহজ পুরুষার্থী কিভাবে হবে?

সর্বদা সহজ যোগী, সহজ পুরুষার্থী কিভাবে হবে ❓

☀☀ আমাদের যোগ যত সহজ হবে, পুরুষার্থ ততই সহজ হয়ে যাবে কেননা সহজ যোগীই সহজ পুরুষার্থী হতে পারে l সর্বপ্রথম আমাদের বুদ্ধি পরিচ্ছন্ন হওয়ার প্রয়োজন তাহলেই যোগ সহজ হতে পারে l সহজ যোগী কখনোই পুরুষার্থে দূর্বল হয় না, সহজ পুরুষার্থীর অর্থ, তারা বর্তমান আর ভবিষ্যতের প্রারব্ধের স্পষ্ট অনুভব করবে, তাদের প্রারব্ধ এমন স্পষ্ট নজরে আসবে যেমন স্থূল চোখে স্থূল বস্তু দৃশ্যমান হয় l এই প্রারব্ধ অবশ্য স্থূল নেত্রে নয়, বুদ্ধির নেত্রে দর্শন করা যাবে l সহজ পুরুষার্থী প্রতি পদে অতুল সৌভাগ্য জমা করতে পারে যা অবিনাশী সম্পদ l তারা জানে যে এই অবিনাশী সম্পদ কখনোই শেষ হওয়ার নয় আর তা অর্জনের জন্য সর্বপ্রথম নিজেকে সমস্ত শক্তি, শান্তি, সুখ, আনন্দ আর প্রেমে ভরপুর করতে হবে তখনই আমরা সহজ যোগী আর সহজ পুরুষার্থী হতে পারবো l যোগও তখনই সহজ হবে যখন আমাদের বুদ্ধির স্বচ্ছতা আসবে আর এই বুদ্ধিকে স্বচ্ছ রাখার জন্য বুদ্ধিরূপী জমিতে শুভ আর শ্রেষ্ঠ সংকল্পের বীজ বপন করতে হবে l যত আমাদের সংকল্প শ্রেষ্ঠ হতে থাকবে ততই যোগ সহজ হতে থাকবে, ব্যর্থ শেষ হতে থাকবে আর আমরাও শ্রেষ্ঠ পুরুষার্থী হতে পারবো l

🙏 ওম শান্তি 🙏

🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন