🙏ওম শান্তি 🙏
*" বাবার সমান সম্পূর্ণ বা বরদানী মূর্ত হওয়ার জন্য বরদান"*
*সর্বদা এই নেশা যেন থাকে যে, বাবার বিশাল কার্যে সহযোগী আত্মা হয়েছি কি ? যখন কোনো ভি.আই.পির সঙ্গে সহযোগী থাকে, তখন তার কতো নেশা থাকে, তাহলে তোমরা কার সহযোগী ? বাবার । যখনই কোনো সেবা করো তো বাবার সঙ্গে করো, তাই না ? বাবার অফার হলো -- আমি তোমার সঙ্গে আছি । তাই যখন কোনো সাথী পাওয়া যায়, তখন তো খুশী হয়, তাই না । তাই যখনই সেবা শুরু করো তো, প্রথমে চেক করো যে, বাবার সাথে সেবা করছি নাকি করছি না ? তাই সর্বদা বাবার সহযোগী হয়ে এগিয়ে চলো ।*
🍇🍇🍇🍇🍇🍇🍇
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন