যেখানে সংগঠনের শক্তি, সেখানেই বিজয়

ওম শান্তি 🙏

*অব্যক্ত বাণী*

*অব্যক্ত বাণীতে বাপদাদা বলছেন -----*

💥 *একটি বিষয় বুঝে নাও, যেখানে সংগঠনের শক্তি, সেখানেই বিজয় । বাকি বিঘ্ন তো আসেই । না হলে বিঘ্ন বিনাশক নাম কেন রাখা হয়েছে ? বিঘ্ন বিনাশকের অর্থ কি ? বিঘ্ন আসবে আর বিনাশ করো । এ তো হতেই হবে । বিঘ্নের কাজ হলো আসা, আর তোমাদের কাজ হলো বিনাশক হওয়া । এর পরোয়া করো না । এ হলো খেলা । খেলাকে খেলা হিসাবে নেওয়া আর খেলা দেখাতে তো মজা আছে, তাই না ।*

*(২৩ - ০২ - ৯৭,পেজ - ৩৪)*

*পদ্ম গুণ ধন্যবাদ বাবা 💥🙏*

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন