ভিন্ন ভিন্ন পজিশনে শিববাবাকে স্মরণ

অমৃত মন্থন* 
🔹🔸🔹🔹🔸🔹🔸🔹🔸
*ভিন্ন ভিন্ন পজিশনে স্মরণ*

বিকর্ম বিনাশ করতে পরমধামের 🔅 শিববাবার স্মরণে আমরা দুজনেই চৈতন্য 🔅 
বিন্দু রূপ আত্মাদের ভিন্ন ভিন্ন পজিশনে বুদ্ধি দ্বারা দেখে স্মরণ করতে পারো ।

১) যেমন শিববাবা ওপরে আছেন আর আমি আত্মা ওঁনার ঠিক
নীচে 
🔅
II
🔅
২) শিববাবা আমার সামনে আছেন । 
🔅....... 🔅
আর সামনে থেকে আমি আত্মার ওপর পবিত্রতার শক্তিশালী কিরণ প্রসারিত করছেন, এই পজিশনেও বাবাকে স্মরণ করতে পারো ।

৩) শিববাবা আমাকে নিজের কিরণ রূপী বাহুতে আঁকড়ে ধরেছেন, এইভাবেও শিববাবাকে স্মরণ করতে পারো ।

পরমধামে শিববাবার বিন্দু রূপ স্থিতির স্মরণে নিজেকে আর শিববাবার প্রভামণ্ডলকে দিব্য আর বিশাল অনুভব করতে হবে । এর ফলে পরমধামে বাবার স্মরণে সহজেই অনুভব হবে ।

কিন্তু শুধু মাত্র বিন্দু রূপে দুজনকে দেখলে চলবে না সাথে সাথে ওঁনার সাথ এই অনুভবও দরকার যে পরমধামে এই যে চমকিত বিন্দু আছে এটা স্বয়ং আমি আত্মা আর আমার সামনে বিন্দু রূপে আকাশের কোনও জড় তারকা নেই কিন্তু স্বয়ং চৈতন্য শিব পরমাত্মা পিতা আছেন ।

স্বয়ংকে ৫-৬ ফুটের শরীর ভুলে নিজেকে সূক্ষ্ম আত্মা বুঝতে হবে আর এতে কঠিন অভ্যাসের দরকার আছে । তখনই যোগে আমাদের বাবার থেকে শক্তিশালী কারেন্টের অনুভব হয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন