ওম শান্তি 🙏
*অব্যক্ত বাণী*
*অব্যক্ত বাণীতে বাপদাদা বলছেন ------*
💥 *(ড্রিল ) আচ্ছা - এক সেকেণ্ডে বাবার সমান সম্পূর্ণ অশরীরী হতে পারো তো ? তো এক সেকেণ্ডে ফুল স্টপ লাগাও আর অশরীরী স্থিতিতে স্থিত হয়ে যাও । (বাপদাদা তিন মিনিট ড্রিল করিয়েছেন ) আচ্ছা - এই ড্রিল সারাদিনে বারবার অভ্যাস করতে থাকো ।*
*(২৩ - ০২ - ৯৭,পেজ - ৩৫,৩৬)*
*পদ্মগুণ ধন্যবাদ বাবা 💥🙏*
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন