অশরীরী হতে না পারলে মায়ার চোট লাগতেই থাকবে

বাবা বলেন, যতক্ষণ অশরীরী হতে না পারছো, ততক্ষণ মায়ার কিছু না কিছু চোট লাগতেই থাকবে । বাবার কথা না শুনলে বাবাকে অসম্মান করা হয় । তবুও বাবা বলেন - বাচ্চারা, সর্বদা জাগ্রত থাকো, আর বাবাকে স্মরণ করে উঁচু পদ পাও । কেউ যদি উল্টোপাল্টা কথা বলে, তাহলে শুনেও না শোনার ভান করো । কোনো খারাপ কথা শুনো না, দুঃখ - সুখ - মান - অপমান সবই সহ্য করতে হবে এই লৌকিক জগতের রাজকীয় ইচ্ছা থেকে মুক্ত থেকে সেবাকারী নিঃস্বার্থ সেবাধারী ভব -------*🌹❣

🙏ওম শান্তি 🙏

💥💥💥💥💥💥💥💥💥💥💥

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন