তরঙ্গের প্রভাব

দৈনিক প্রেরণা 🌅

তরঙ্গের প্রভাব 

💥💥 আজ আমরা এই প্রয়োগ করার প্রচেষ্টা করি l কার্যালয়ে এক অতি সাধারণ ভাবে প্রবেশ করি l যখনই আমরা অন্যের সঙ্গে মিলিত হবো, যে মানুষটি সাধারণ, তাকে দেখে হাসার প্রয়াস করি l তারপর সেই ব্যক্তিকে মুখেও সেই হাসি ছড়িয়ে যাবে l তাকে আমরা দেখতে থাকি ----- কেবল সেই জায়গায় নয়, অনেক সময় পর্যন্ত শীঘ্রই এর প্রতিফল হবে l

এ হলো "তরঙ্গের প্রতিবিম্বিত প্রভাবের" সম্পূর্ণ এবং তাৎক্ষণিক প্রমাণ l *যা কিছুই আমরা নিজেদের থেকে বের করি, তাই আমরা প্রাপ্ত করি l* আমরা এই সমস্ত কিছুই জানি, তবুও আমরা ভুলে যাই, আর মনে করি, কেন কোনো মানুষ সাধারণ বা কেউ ক্রোধী প্রতিপন্ন হয় l

এখন আমরাই যদি আমাদের মুখে সবসময় এই হাসি ধরে রাখতে শিখে যাই l আমাদের চেহারা যদি হাসিখুশী থাকে সবসময় l

এক সুন্দর, নির্মল হাসি কোথা থেকে শুরু হয় ? *হৃদয় থেকে l*

আমরা কি ইচ্ছানুসারে হৃদয় থেকে সবসময় হাসতে পারি ? কেন পারি না ?

আমাদের শীঘ্রই তা খুঁজে বের করার প্রয়োজন কেননা, আমরা হাসি ছাড়া এক নীরস জীবন কাটাবো যদি না আমরা জানতে পারি -- *আমাদের হৃদয়ের ছোঁয়া আমাদের মুখ পর্যন্ত পৌঁছাতে কি কি প্রতিবন্ধকতা আসছে l*

অন্য কেউই দায়ী নয়, কেবলমাত্র আমরা নিজেরাই দায়ী l এই কারণে আমরা অন্যকে দোষ দেবো না , যদি না আমরা নিজের মস্তিষ্ক আর হৃদয় থেকে তা প্রসারিত করতে পারি l

কে এর দ্বার অবরুদ্ধ করলো ? পর্যাপ্ত সময় নিয়ে দেখি l অবলোকন করতে থাকি l শুনতে থাকি বা দেখতে থাকি l আমরা আশ্চর্যান্বিত হয়ে যাবো l হয়তো বা হাসবো আর বলবো -- এ কি ধরনের মূর্খতা l

আমাদের প্রতিটা দিন সুন্দর হোক l 😊

ঈশ্বরের আশীর্বাদ আমাদের সকলের সঙ্গে থাকুক l 🙏

🌺🌺ওম শান্তি 🌺🌺

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন