প্রতি মুহূর্তে দর্পণ দেখতে থাকো কি

প্রতি মুহূর্তে দর্পণ দেখতে থাকো কি* 

💥💥 কেউ কেউ এমনও হয় যাদের বার বার দর্পণ দেখার প্রয়োজন হয় না l তো তোমরা কি প্রতি মুহূর্তে দেখতে থাকো বা দেখার প্রয়োজনই পড়ে না ? যতক্ষণ না নিজের চেকিংয়ের স্বাভাবিক অভ্যাস না হয়, ততক্ষণ পর্যন্ত বার বার চেকিং করতে হয় l *ধীরে ধীরে এমন হয়ে যাবে যে বার বার দেখার আর প্রয়োজন পড়বে না l সর্বদাই সজ্জিত হয়ে থাকবে l যতক্ষণ সর্বদা সজ্জিত থাকার অভ্যাস না হয়, ততক্ষণ পর্যন্ত বার বার নিজেকে দেখা আর সেই অনুযায়ী তৈরী হতে হয় l* যখন দু চার বার দেখে নিলে যে মায়া কোনো প্রকারেই বা কোনো রীতিতেই আমার শৃঙ্গারকে খারাপ করতে পারবে না, তখন বার বার দেখার আবশ্যক হবে না l *তখন তো তোমার নিজের সাক্ষাৎকার অন্যের দ্বারাই হতে থাকবে l অন্যেই তোমার বর্ণনা করবে, গুণগান করবে l*

আচ্ছা !!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন