আমরা যোগ করি l জ্ঞানও প্রত্যহ শুনি l কিন্তু জ্ঞান ধারণ করতে হবে আমাদের l জ্ঞান ধারণ করা অত্যন্ত প্রয়োজন l ধারণ করা আর তা জীবনে প্রয়োগ করা l এই হলো মূল কথা l তবেই আমরা হতে পারবো ঈশ্বরের আশীর্বাদের অধিকারী l জ্ঞানের প্রয়োগই করতে পারে আমাদের দুঃখ দূর l
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
*আমরা কারোর দুর্বলতা বা কমজোরী দেখবো না l*
এ হলো বাবার *শ্রীমত* l
বাবার গুনে সমৃদ্ধ বাচ্চাদের অন্যের দুর্বলতা বা কমতি কখনোই দেখা উচিত নয় l
*দৃষ্টি পরিবর্তনের* খুবই প্রয়োজন l
অন্যের মধ্যে যে ভালো গুণটি আছে তাকে জাগিয়ে তুলবো আমরা l তাকে চিনিয়ে দেবো তার নিজস্ব গুণ l
তার দুর্বলতার কথা বারবার আলোচনা করলে তার শক্তির হ্রাস হবে l দুর্বলতা তো কমবেই না বরঞ্চ বাড়তে থাকবে l সে আরো গুটিয়ে নেবে নিজেকে l তখন তার নিজস্ব গুণের বিকাশেও বাধাপ্রাপ্ত হবে l আর এরজন্য আমরাও দায়ী থেকে যাবো l
আর যার যে দুর্বলতা, সে নিজেও চায় তা দূর করতে l আর তা দূর করার জন্য আমরা তার সহযোগী হতে পারি ---- আলোচক নয় l
বাবা বলেছেন --- উৎসাহ উদ্দীপনা বাড়াতে ---- কখনোই কমাতে নয় l
বাবার অনেক শ্রীমতের একটি হলো --- *অন্যের গুণ দেখো, দোষ নয় l গুণের প্রশংসা করো l আনন্দের সঞ্চার করো তার মনে l দোষ ধীরে ধীরে দূর হয়ে যাবে l*
🙏ওম শান্তি 🙏
🧚♀🧚♂ *আজ থেকে আমরা বাবার সন্তানরা এইভাবেই চলবো l*
💥💥💥💥💥💥💥💥💥💥
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন