🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
💥🧚♀ *আত্মার প্রতিবিম্ব*🧚♀💥
🌻🌻 *বি.কে. সিস্টার শিবানী*🌻🌻
🌹🌹 *ওম শান্তি*🌹🌹
🍁 *আমাদের জীবনে সমস্যা বা কারোর প্রতি বিরূপ মনোভাব থাকলে, তার সমাধানের জন্য সারাদিনে আমরা যে জল পান করি, সকালে উঠে সেই জলে সমস্যার নিবারণের কথা বলে পাঁচ থেকে দশ মিনিট পিওর ভাইব্রেশন দেবো আর সেই জল সারাদিন পান করবো, তাহলে ধীরে ধীরে সেই সমস্যা কম হতে থাকবে l এমন আমরা রোজ করবো l*
🍁 *আমরা মনকে এই কথা বলতেই দেবো না যে, আমাদের কাছে সময় নেই, আমরা বরং মনকে এই কথা বলবো যে, আমরা তো কেবল দশ মিনিট সময় ইনভেস্ট করবো, এবং সারাদিনে খুব সুন্দর ফল প্রাপ্ত করবো l*
🍁 *যদি আমরা কোনো ওষুধও খাই, তাহলেও তাতে পরমাত্মার শুদ্ধ ভাইব্রেশন দিয়ে এই কথা মনে করে খাবো যে, এই ওষুধ খেয়ে আমি সুস্থ হয়ে গেছি l এমন পজেটিভ চিন্তায় আমরা দ্রুত সুস্থ হয়ে উঠবো l*
🍁 *এই সবকিছুর সাথে সাথে আমাদের অর্থের প্রতিও নজর রাখতে হবে, কেননা এই অর্থও এক ভাইব্রেশন এনার্জির সঙ্গে ঘরে আসে, আর এর সাথে সাথে আমরা অর্থ রোজগারের উপায়ের প্রতিও নজর দেবো কেননা এই রোজগারের উপায়ও সম্পূর্ণ স্বচ্ছ হওয়া চাই l কাউকে অসন্তুষ্ট করে অর্জিত অর্থ গৃহে অশান্তির ভাইব্রেশন ডেকে আনে l*
🍁 *তাই আমাদের খেয়াল রাখতে হবে যে, কাউকে দুঃখ দিয়ে নয়, কাউকে খুশী করেই ধন অর্জন করবো তাহলেই শুদ্ধ ভাইব্রেশনের সঙ্গে সেই অর্থ আমাদের গৃহে আসবে আর গৃহে খুশীর ভাইব্রেশন থাকবে l এমন ধনের থেকেই অন্ন, অন্নের থেকে মন, মন থেকে তন, সবকিছুই সন্তুষ্ট হবে আর খুশী আর সুখের পরশ আমাদের গৃহে বিরাজ করবে l*
🍁🍁ওম শান্তি 🍁🍁
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন