ভগবানের সাথী মিত্রতা

🦚🦚🦚🦚🦚🦚🦚

🙏ওম শান্তি 🙏

*"ভগবানের সাথী মিত্রতা"*

*আমরা যদি আধ্যাত্মিক মার্গে মিত্রতার সম্পূন আনন্দ নিতে চাই, তারজন্য আমাদের সাবধান থাকতে হবে । লৌকিক সম্বন্ধে আমাদের এতটা লিপ্ত হওয়া কখনোই উচিত নয় যাতে আমাদের আধ্যাত্মিক প্রগতি রুদ্ধ হয়ে যায় । আমরা যদি আমাদের আধ্যাত্মিক প্রয়াসে শিথিল হয়ে যাই তাহলে নিজের সর্বশ্রেষ্ঠ স্থিতির সাকারাত্মক প্রভাবের প্রয়োগ কিভাবে করতে পারবো ?*

*আমাদের সর্বদা মিত্রকে সহায়তা করার লক্ষ্য রাখা উচিত কিন্তু এই সহায়তা শুদ্ধ হওয়ার প্রয়োজন, অর্থাৎ প্রশংসা প্রাপ্তির ইচ্ছা থেকে রহিত হওয়া চাই । এই প্রকার সহায়তা করলে আমাদের অধিক আধ্যাত্মিক উন্নতি হবে । বাস্তবে মাধুর্যই আধ্যাত্মিক মৈত্রীর সম্বন্ধ স্থাপন করে, তথা অন্যের কথা শোনা বা একে অপরের থেকে শেখার ভাব উৎপন্ন করে, যাতে আমাদের আধ্যাত্মিক উন্নতি হওয়া সম্ভব ।*

🦚🦚🦚🦚🦚🦚🦚

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন